এগিয়ে থাকার পরও চীনের দৌড়বিদকে স্বেচ্ছায় ম্যারাথন জেতালেন তিন আফ্রিকান, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের
হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি কথা নয়। সেরকম কোনো অর্জনের পর স্বাভাবিকভাবেই উদযাপন করার কথা বিজয়ীর। চাইনিজ দৌড়বিদ হি জি সেটিই হয়তো করছিলেন। কিন্তু তাকে খুব একটা শান্তিতে থাকতে দিচ্ছে না একটি বিতর্ক।
রবিবার বেইজিংয়ে একটি হাফ ম্যারাথন দৌড়ে বিজয়ী হয়েছেন চীনের হি জি। কিন্তু চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের চোখে ধরা পড়েছে একটি অস্বাভাবিক ঘটনা। এই ম্যারাথনে সবার সামনে ছিলেন তিনজন আফ্রিকান দৌড়বিদ। কিন্তু ম্যারাথনের একদম শেষের দিকে এসে তারা নিজেদের গতি একেবারেই কমিয়ে দেন।
খালি চোখের দেখায় যেটিকে মনে হচ্ছিল চীনের দৌড়বিদ হি জিকে জেতানোর জন্যই তিন আফ্রিকান নিজেদের গতি কমিয়েছেন। একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, কেনিয়ার দৌড়বিদ উইলি মানগেট চীনের হিকে সামনে এগিয়ে যাওয়ার ইশারা দিচ্ছেন, সেইসঙ্গে নিজের গতিও কমিয়ে দেন উইলি। এরপর তিন আফ্রিকান ও চাইনিজ হি পাশাপাশি দৌড়াতে থাকেন। মাত্র সামান্য কিছু সময়ের ব্যবধানে ম্যারাথন জিতে যান হি।
এই তিন আফ্রিকানের মধ্যে ছিলেন পাঁচ কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ডধারী কেনিয়ান দৌড়বিদ রবার্ট কেটার। এই কেটারকেও দেখা গেছে নিজের স্বদেশী ও ইথিওপিয়ার দেনে হাইলুকে ইশারায় গতি কমাতে বলতে। শেষ পর্যন্ত চীনের হি জি এক ঘন্টা তিন মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে জেতেন হাফ ম্যারাথনটি।
প্রথম পুরস্কার হিসেবে সাড়ে পাঁচ হাজার ডলার পুরস্কার পেয়েছেন হি জি। তিন আফ্রিকান একসঙ্গে দৌড় শেষ করে হয়েছেন দ্বিতীয়। হি ম্যারাথনটি জেতার পর তাকে অভিনন্দন জানিয়েছেন তিন আফ্রিকান। তবে দৌড় জিতেও খুব একটা উৎফুল্ল হতে দেখা যায়নি হি জিকে।
এসবকিছু পর্যবেক্ষণ করে বেশ কিছু চাইনিজ ইন্টারনেট ব্যবহারকারী এই দৌড় নিয়ে তদন্ত করার দাবি তুলেছেন। একজন লিখেছেন, 'খেলাধুলায় সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা। সেটি নিশ্চিত করতে হবে।' আরেকজন তদন্তের দাবি তুলে লিখেছেন, 'আমি তদন্তের পক্ষে এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।'
এরপরই ম্যারাথনের আয়োজক বেইজিং মিউনিসিপাল স্পোর্টস ব্যুরো এবং চাইনিজ অ্যাথলেটিক এসোসিয়েশন জানিয়েছে যে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই বিষয়ে তদন্ত করা হবে।