সিরি আতে প্রথমবারের মতো এক ম্যাচে তিন নারী রেফারি
নারী রেফারির পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনা করার নজির আছে বেশ কয়েকটি। কিন্তু এর আগে কখনও ইউরোপের শীর্ষ সারির লিগে ম্যাচ রেফারি ও লাইন্সম্যান, অর্থাৎ তিনজনই নারী-এমনটি দেখা যায়নি।
ইতালিয়ান সিরি আ সেদিক থেকে নতুন এক ইতিহাসই গড়ল। এই প্রথমবারের মতো লিগটিতে ম্যাচ রেফারি ও দুই লাইন্সম্যান- অর্থাৎ তিনজনই ছিলেন নারী। ইন্টার মিলান ও তোরিনোর মধ্যে ম্যাচে দেখা গেছে এই ঘটনা।
ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তাকে সাহায্য করার জন্য পতাকা হাতে সহকারী রেফারির ভূমিকায় ছিলেন দুই নারী তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।
এই ম্যাচসহ নসিরি আতে ১০টি ম্যাচ পরিচালনা করলেন ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি। সিরি আতে রেফারি হিসেবে তার অভিষেক ঘটে ২০২২ সালে।
সিরি আতে প্রথম হলেও গতকালের ম্যাচের তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে তারা একসঙ্গে ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়াও গত বছর ইতালিয়ান কাপের শেষ ষোলোতে নাপোলি–সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে দায়িত্বে ছিলেন এই তিন নারী রেফারি।