৩৩ বছর পর লিগ জিতিয়েও চাকরি হারাচ্ছেন নাপোলি কোচ!
ফুটবল খেলায় কোচদের চাকরির চেয়ে ঠুনকো কিছু আর নেই। দল খারাপ করলে বা প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে না পারলে তো বটেই, দুর্দান্ত খেলে শিরোপা জিতে আসলেও কোচের চাকরি কখনোই নিশ্চিত নয়। যার প্রমাণ মিলতে চলেছে আবারো।
মাত্র কিছুদিন আগেই নাপোলিকে লিগ জিতিয়েছেন লুসিয়ানো স্প্যালেত্তি। যার জন্য নাপোলিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। আর সেই স্প্যালেত্তিই কিনা চাকরি হারাতে চলেছেন মৌসুমে শেষেই!
স্প্যালেত্তির চাকরিচ্যুত হওয়ার পেছনে মাঠের বাইরের বিষয়ই প্রভাবক হিসেবে কাজ করছে। আর এই বিষয়টিকে গুঞ্জন বলারও সুযোগ নেই। কারণ স্প্যালেত্তি নিজেই ইঙ্গিত দিয়েছেন তার চাকরি ছাড়ার কথা।
মূলত নাপোলি সভাপতি ডি লরেন্তিসের সঙ্গেই বনিবনা হচ্ছে না স্প্যালেত্তির। আর এর জেরেই ক্লাবকে ৩৩ বছর পর ইতালির রাজা বানানোর পরেও চাকরি ছাড়তে হচ্ছে তাকে, 'এটির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আপনি যখন নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে পারবেন না তখন সেই জায়গায় থাকার মান হয় না। অনেকদিন ধরেই সমস্যাগুলো হচ্ছে।'
এর বেশি কিছু বলেননি স্প্যালেত্তি। তবে যা বলেছেন তাতেই বোঝা সাড়া তিনি যে সামনের মৌসুমে নাপোলির দায়িত্বে থাকছেন না। তবে এই বিষয় নিয়ে নাপোলি সভাপতি ডি লরেন্তিস কোনো মন্তব্য করতে রাজি হোন নি।