আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল, ফিরেছেন জর্ডানও
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে দলে ফিরেছেন জফরা আর্চার। এক বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন এই ডানহাতি পেসার।
২৯ বছর বয়সী আর্চারের মতোই প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন ক্রিস জর্ডানও। ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন টম হার্টলি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নজর কাড়া বাঁহাতি স্পিনার জুটি বাঁধবেন লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে।
ইংলিশদের দলে আছেন তিন অলরাউন্ডার- মঈন আলি, উইল জ্যাকস এবং লিয়াম লিভিংস্টোন। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ফিলিপ সল্ট, জনি বেয়ারস্টোসহ ব্যাটসম্যান হিসেবে আছেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক। অধিনায়ক জস বাটলার তো আছেনই।
পেস বোলিং আক্রমণে আর্চারের সঙ্গী হবেন মার্ক উড, রিস টপলি ও স্যাম কারান। উল্লেখ্য, ইংল্যান্ড বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। নিজেদের সেরার মুকুট ধরে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দারুণ ভারসাম্যপূর্ণ এক দলই পাঠাচ্ছে থ্রি লায়ন্সরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, আদিল রশিদ, ফিল সল্ট, হ্যারি ব্রুক, রিস টপলি, টম হার্টলি, মার্ক উড, ক্রিস জর্ডান, উইল জ্যাকস।