সাত ম্যাচে তিন হ্যাটট্রিক দুর্বার রোনালদোর
বয়স চলছে ৩৯, এই বয়সে অনেকই চলে যান সাবেকের কাতারে। কিন্তু নামটা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই থামার কোনো আলামত নেই। উল্টো বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। তার পথচলাটা কতোটা অপ্রতিরোধ্য, রেকর্ডই সেটা বলে দেয়। আল-নাসেরের হয়ে শেষ সাত ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন রোনালদো।
পুরো ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষের জালকেই কেবল লক্ষ্য বানানো রোনালদো কাল আল-ওয়েহদার বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন। চলতি মৌসুমে এটা তার চতুর্থ হ্যাটট্রিক। অবিশ্বাস্য পারফরম্যান্সে রেকর্ডের মালা বড় করে চলা পর্তুগিজ এই মহাতারকা এবারের মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন।
চলতি মৌসুমে আল-নাসের ও পর্তুগালের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন রোনালদো, যেখানে তার গোলও ৫২টি। ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেলেন তিনি, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের গোল ৮৯০টি। দারুণ হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, 'দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।'
রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে তার দল আল-নাসের। ওয়েহদাকে ৬-০ গোলে হারিয়েছে তারা। প্রাণভোমরার হ্যাটট্রিক, আল-নাসেরের বড় জয়, এরপরও অবশ্য স্বস্তিতে নেই দলটি। সৌদি প্রো লিগে শীর্ষ দল আল-হিলালের চেয়ে বেশ পিছিয়ে তারা। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট আল-হিলালের। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোদের দল।
গত বুধবার কিংস কাপের সেমি-ফাইনালে দলের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন রোনালদো। ওয়েহদার বিপক্ষে সেখান থেকে যেন শুরু করেন তিনি, নিয়ে নেন আরেকটি হ্যাটট্রিকের স্বাদ। ম্যাচের ৫, ১২ ও ৫২তম মিনিটে গোল করেন রোনালদো। বাকি তিনটি গোল করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল ফাতিল।
আল-নাসেরে সব মিলিয়ে এটা রোনালদোর ষষ্ঠ হ্যাটট্রিক, ক্যারিয়ারের ৬৬তম। আরেকটি হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি। ২৭ ম্যাচে তার গোল ৩২টি। দুই নম্বরে থাকা আল-হিলালের স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রভিচ ২৩ ম্যাচে করেছেন ২৩ গোল।