বাংলাদেশের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজটি আইসিসির ভবিষ্যত সফর সূচিতে (এফটিপি) থাকলেও এটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। প্রথম দুই ম্যাচে সহজেই জেতে নাজমুল হোসেন শান্তর দল। জিতলেও অতৃপ্তির জায়গা আছে, যেটাকে হতাশাও বলা যায়। পেসারদের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে বাংলাদেশ যেমন ব্যাটিং করেছে, সেটা নিশ্চিতভাবেই প্রত্যাশিত নয়।
বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং শঙ্কা জাগানোর মতো। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতলেও ১২৫ রানের লক্ষ্য পাড়ি দিতে বাংলাদেশ ব্যাটিং করে ১৬ ওভার পর্যন্ত। পরের ম্যাচে ১৩৯ রানের লক্ষ্য টপকাতে ঘরের মাঠের দলটিকে খেলতে হয় ১৯ ওভার পর্যন্ত। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে সংশয় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হাতে শিরোপা তুলে দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। বাংলাদেশের ব্যাটিং দেখে ভয় হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো ম্যাচ সহজেই জিতেছি। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে।'
ব্যাটিং নিয়ে ভয় হলেও বোলিংয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি। সাইফউদ্দিন, তাসকিনসহ আইপিএল খেলে আসা মুস্তাফিজের প্রশংসা করে তিনি বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ হচ্ছে, দুটো ম্যাচ দেখেছি। বোলিংয়ে কিন্তু ভালো করেছে। সাইফউদ্দিন এতোদিন পর এসে যেভাবে বোলিং করেছে, শেখ মেহেদি যেভাবে বোলিং করেছে, তাসকিনকে তো মনে হচ্ছে বিধ্বংসী। মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসেছে।'
এ সময় একজন সংবাদকর্মী তাওহিদ হৃদয়ের নামটি মনে করিয়ে দেন বিসিবি সভাপতিকে। ডানহাতি এই ব্যাটসম্যান দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন, দুই ম্যাচেই থেকেছেন অপরাজিত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন হৃদয়। কিন্তু তার নামটি বলতে চাইলেন না নাজমুল হাসান, তার ধারণা প্রশংসা করলেই খারাপ হয়ে হৃদয়ের পারফরম্যান্স। বললেন, 'হৃদয়, না বললেই আবার খারাপ হয়ে যাবে। মানে ওর এখনও অনেক শেখার আছে।'
সম্প্রতি সাকিব আল হাসান একটি অনুষ্ঠানে বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শের নয়। এই সময়টা ছিল বাংলাদেশের জন্য প্রস্তুতির। অভিজ্ঞ অলরাউন্ডারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বিসিবি সভাপতি জানান, এটা হয়তো মজা করে বলেছেন সাকিব। বিসিবি সভাপতি মনে করেন, প্রস্তুতির হিসাব করলে সাকিব ৫০ ওভারের প্রিমিয়ার লিগ না খেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতেন।
নাজমুল হাসান বলেন, 'আমরা এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলছি, এটাও তো টি-টোয়েন্টি। এর আগেই তো আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল আমরা দেখেছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। তার আগে আমরা শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছি। তারপরও প্রস্তুতি লাগে! এমনিই বলেছে বলে আমার ধারণা। যদি তা-ই হতো... ও তো টি-টোয়েন্টিও খেলতে পারতো, ওয়ানডেও খেলতে পারতো। কিন্তু ও তো ওয়ানডেই খেলছে। ও আপনাদের সঙ্গে দুষ্টুমি করেছে মনেহয়।'
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। এবারের বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রে তাদের সঙ্গে সিরিজ খেলছে তারা। প্রস্তুতির তুলনা করতে বলা হলে বিসিবি সভাপতি জানান, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখেন না তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সিরিজ খেলার কারণ ব্যাখ্যা করে নাজমুল হাসান বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি নয়। এটা আমাদের এফটিপির খেলা। আমি কী এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দিবো? এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই।'
'আর যুক্তরাষ্ট্রে আমরা তাদের (বাংলাদেশ দল) খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট; সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল। আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরো সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতির হওয়ার কথা।' বলেন তিনি।