নিলামে উঠছে ম্যারাডোনার ৮৬’র গোল্ডেন বল
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠতে যাচ্ছে। ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে সোনার প্রলেপ দেওয়া এই বলটি জিতেছিলেন তিনি।
অ্যাডিডাসের তৈরি করা গোল্ডেন বল-আকৃতির সেই ট্রফিটি প্যারিসে আগামী ৬ জুন নিলামে তোলা হবে। আগুটেস ইন্টারন্যাশনাল অকশন হাউস মঙ্গলবার এটা জানিয়েছে।
ক্যারিয়ারের উজ্জ্বলতম সময়ে জেতা এই ট্রফিটি ফুটবলার হিসেবে ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের অন্যতম প্রতীক। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক দুটি গোল। একটি বিখ্যাত 'হ্যান্ড অফ গড' এবং আরেকটি ইংল্যান্ডের বিপক্ষে সেই মোহনীয় 'গোল অফ দ্য সেঞ্চুরি।'
প্রতিটি বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে অ্যাডিডাসের তৈরি করা গোল্ডেন বল ট্রফি দেওয়া হয়। ১৯৮২ বিশ্বকাপে সোনার বলের প্রচলন শুরু হয়।
এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পরা জার্সি নিলামে তোলা হয়। ৭ মিলিয়ন ডলারের অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয় জার্সিটি। বিশেষজ্ঞদের ধারণা, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের গোল্ডেন বলটি নিলামে আরও অনেক বেশি মূল্য পাবে।