অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হলো ফ্রেজার ম্যাকগার্ককে
এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন তিনি। তাকে নিয়ে ছিল ব্যাপক আলোচনা। এরপরও অবশ্য অস্ট্রেলিয়ার ঘোষণা করা ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
অস্ট্রেলিয়া ভরসা রেখেছে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের ওপরই। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনার হিসেবে ৩৮ বছর বয়সী এই বাঁহাতিকেই রেখেছে বিশ্বকাপের দলে।
অস্ট্রেলিয়া দল ঘোষণার পর ক্রিকেট বিশ্বে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—আইপিএলে ফ্রেজার ম্যাকগার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে যে ঝড় তুলেছেন, এরপরও কীভাবে দলে জায়গা পান নি তিনি! নয় ইনিংসে চার হাফ সেঞ্চুরি আর ২৩৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছেন এই ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। তবুও কিনা জায়গা হয়নি তার!
অস্ট্রেলিয়ার নির্বাচকেরা হয়তো নিজেরাও পরবর্তীতে বুঝতে পেরেছেন বিষয়টি। আর সেজন্যই আজ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে ফ্রেজার ম্যাকগার্কের নাম ঘোষণা করেছেন তারা। একই সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে আরেক ব্যাটসম্যান ম্যাথু শর্টকেও।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌধ আয়োজনে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচটি খেলবে ওমানের বিপক্ষে। ৫ জুন ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।
বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলঃ
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, নাথান এলিস।
ট্রাভেলিং রিজার্ভ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ম্যাথু শর্ট।