মুর্শিদা-সোবহানার সেঞ্চুরিতে মোহামেডানের রেকর্ড সংগ্রহ
নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে রেকর্ড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ গুলশান ইয়ুথ ক্লাবের মেয়েদের সঙ্গে নারী ক্রিকেট লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লিখেছে সাদাকালোরা।
আগে ব্যাট করে ৫০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৩৯২ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে মোহামেডান। আগের রেকর্ডটি ছিল ২০২২-২৩ মৌসুমে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে বিকেএসপির করা ৩২১ রান।
মোহামেডানের এই বিশাল সংগ্রহ এসেছে দুই ব্যাটসম্যান মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির সেঞ্চুরির ওপর ভর করে। দুজনে দ্বিতীয় উইকেটে গড়েছেন ২৫৭ রানের বড় জুটি। মুর্শিদাই বেশি তাণ্ডব চালিয়েছেন গুলশানের বোলারদের ওপর।
১৫৭ বল খেলে ২৩টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৭৯ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। ঢাকা লিগে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। সোবহানা আউট হন ১০১ বলে ১২৮ রান করে। তার ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছয়ের মার।
মোহামেডানের রান উৎসব শুরু করেন অবশ্য আরেক ওপেনার জাসিয়া আক্তার। এই ব্যাটসম্যানের ঝড়ো শুরুতেই আত্মবিশ্বাস পান পরের ব্যাটসম্যানরা। জাসিয়ার ব্যাট থেকে এসেছে মাত্র ৪১ বলে ১১ চার ও চার ছয়ে ৭৫ রান।