থাইল্যান্ডকে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের শাসন চলছেই। দুর্বার গতিতে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। তাদের সামনে এখন পর্যন্ত দাঁড়াতেই পারেনি কোনো দল। প্রতি ম্যাচেই দাপট দেখানো বাংলাদেশ আজ সেমি-ফাইনালেও ছড়ি ঘোরায়। থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠে গেছে আব্দুল জলিলের দল।
রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৩টি লোনাসহ ৪১-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল তারা। আগের তিন ফাইনালেই জেতে বাংলাদেশ, এবার টানা চতুর্থ শিরোপা জেতার হাতছানি তাদের সামনে।
শেষ চারের লড়াইয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি ম্যাচসেরাা হন। বাংলাদেশের তারকা এই রেইডার একাই তুলে আনেন মূল্যবান ১১টি পয়েন্ট।
গত বছরও সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তারা। এবার আরও বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকেট কাটল বাংলাদেশ।
আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ঘরের মাঠের দলটি। খেলার মাত্র ১২ সেকেন্ডেই বোনাসসহ থাইল্যান্ডের কাছ থেকে ৪ পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। খেলার ষষ্ঠ মিনিটে প্রথম লোনা অর্জন করে বাংলাদেশ। এ সময় ১০-১ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ।
১৯তম মিনিটে ম্যাচের দ্বিতীয় লোনা পায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। আরদুজ্জামান, মিজানুররা এগিয়ে ছিল ২৩-৭ পয়েন্ট ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় ছিল সফরকারীরা। ২৮তম মিনিটে তৃতীয় লোনা তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশ অধিনায়ক, তবে দলের জয়কেই বড় পুরস্কার বলছেন আরদুজ্জামান, 'চতুর্থবারের মতো আমি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলছি। প্রথম আসরে তিনবার ম্যাচসেরা, দ্বিতীয় আসরে একবার, তৃতীয় আসরে ম্যাচসেরা না হলেও এবার চতুর্থবার আসরে ৬ ম্যাচের মধ্যে দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছি।'
'আসলে আমি সেরা হয়েছি এটা বড় কথা নয়। দল সেমি-ফাইনাল জিতে ফাইনালে উঠেছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেমি-ফাইনালের মতো ফাইনালেও আমরা জিততে চাই। দেশকে আরেকবার শিরোপার রঙে রাঙাতে চাই।'
বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, 'আমি গতকালই বলেছিলাম থাইল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই। ছেলেরা দারুণ খেলে আজ সেই উপলক্ষ্য এনে দিয়েছে। ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওরা শুধু আজ সেমি-ফাইনালেই নয়; পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। গত তিন আসরে চ্যাম্পিয়ন হলেও এবারের দলটাকে আমি বলব দুর্দান্ত।'