ভুল সিদ্ধান্ত নেওয়াই ম্যাচ হারের কারণ পাকিস্তান কোচের কাছে
১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে টাটা হেরেছে ছয় রানের ব্যবধানে। পরপর দুই ম্যাচ হেরে সুপার এইটের চেয়ে বরং বাদ পড়ারই বেশি কাছে বাবর আজমের দল।
লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল পাকিস্তান। ৪৩ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। হাতে উইকেট ছিল আটটি। সেখান থেকে বাবর আজমের দল ম্যাচ হেরেছে ছয় রানের ব্যবধানে!
স্বাভাবিকভাবেই এই হারে ভীষণ হতাশ পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন। ২০১১ সালে এই দক্ষিণ আফ্রিকানের কোচিংয়েই ২৮ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছিল ভারত। নিজের সাবেক দলের কাছে এভাবে হেরে কারস্টেন বলেছেন, '১২০ রানও খুব সহজ লক্ষ্য ছিল না। যেখানে ভারত ১২০ লক্ষ্য দিচ্ছে সেখানে উইকেট অবশ্যই কঠিন কিছু। কিন্তু আমরা যেরকম অবস্থানে ছিলাম, সেখান থেকে জেতা উচিত ছিল। এটা খুবই হতাশাজনক।'
কারস্টেনের কাছে প্রশ্ন ছিল, পাকিস্তানের হাত থেকে ম্যাচ বেরিয়ে গেল কেন। এই দক্ষিণ আফ্রিকান কোচের উত্তর, 'আমাদের সিদ্ধান্ত নেওয়ার ধরন। আপনার হাতে ম্যাচ, আট উইকেট বাকি, সেখানে সিদ্ধান্ত সঠিক নিতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আপনি সিদ্ধান্ত নিতে ভুল করলে অবশ্যই মূল্য দিতে হবে।'
তবে হারের দায় এককভাবে কারো ওপর দিচ্ছেন না কারস্টেন। পুরো দলকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন পাকিস্তান কোচ, 'আমরা ভালো খেলছি না, এটা সবার দায়িত্ব৷ আমার জন্যেও জায়গাটা নতুন। মাত্র ১২ দিন হলো এসেছি। আমরা সবাই মিলে পাকিস্তানকে জেতাতে পারে এমন একটি দল তৈরি করতে চাই।'