বিদায়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড, সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
সুপার এইটে উঠতে হলে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে সহজ সমীকরণ ছিল নিজেদের বাকি তিন ম্যাচ জেতা। কিন্তু ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে কিউইরা চলে গেছে বিদায়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে 'সি' গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রানরেট +২.৫৯৬। ৪ পয়েন্ট ও + ৫.২২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আফগানিস্তান। আফগানদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। যেকোনো একটি জিতলে আফগানরা উঠবে সুপার এইটে, বাদ পড়বে নিউজিল্যান্ড।
যদি আফগানরা শেষ দুই ম্যাচ হারে ও কিউইরা বাকি দুই ম্যাচ জেতে, তখন হিসেবে চলে আসবে নেট রানরেট। কিউইদের নেট রানরেট -২.৪২৫। এখানেও বেশ পিছিয়ে তারা।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরস্থির শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। তবে তাদের জুটিতে যোগ হয়েছে মাত্র ২০ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে কনওয়েকে ফিরেছেন আকিল হোসেইন, তিনি ৮ বলে করেছেন ৫ রান।
কনওয়ে আউট হওয়ার পর আক্রমণাত্মক হতে যান অ্যালেন। তবে ২৩ বলে ২৬ রান করে আউট হয়েছেন এই ডানহাতি ওপেনার মেরেছেন ৩ চার ও ১ ছক্কা।
৩৬ রানে ২ উইকেট থেকে মুহূর্তেই নিউজিল্যান্ড হয়ে যায় ৫ উইকেটে ৬৩ রান। সপ্তম, নবম ও ১১তম ওভারে গুদাকেশ মোটি একে একে নিয়েছেন কেইন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেল এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর গ্লেন ফিলিপস আর জিমি নিশাম চেষ্টা করলেও কিউইদের ইনিংস থামে জয় থেকে ১৩ রান দূরে। ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জোসেফ ৪ ওভারে ১৯ রানে নেন ৪ উইকেট।
এর আগে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন শেরফানে রাদারফোর্ড। ৩৯ বলের ইনিংসে তিনি মেরেছেন ৬ ছক্কা ও ২ চার। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। ১ ওভার মেডেনও দিয়েছেন তিনি।