চরমপন্থীদের ভোট না দিতে ফ্রান্সের তরুণদের আহ্বান এমবাপ্পের
নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে অনেক সময়ই ক্রীড়াবিদরা বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। এবার কিলিয়ান এমবাপ্পেও সেরকমই একটি কাজ করলেন। ফ্রান্সের নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করেছেন এই ফরাসি তারকা ফুটবলার। সম্প্রতি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে বলেছেন তিনি 'চরমপন্থা বিরোধী'।
ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপে আজ রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও অস্ট্রিয়া। গ্রুপ 'ডি'-তে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য জার্মানি ও ফরাসি সংবাদমাধ্যমগুলোতে হইচই ফেলে দিয়েছে।
এমবাপ্পের মন্তব্যটি মূলত ফ্রান্সের নির্বাচন নিয়ে। ৯ জুন ইউরোপীয় সংসদের নির্বাচনে ডানপন্থী কট্টর জাতীয়তাবাদী দল মেরি লিপেনের নেতৃত্বাধীন রাসেম্বলমেন্ট ন্যাশনাল সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ডাকার পর থেকে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
ফরাসি সংসদের নতুন নির্বাচন হবে ৩০ জুন এবং ৭ জুলাই। এই নির্বাচন নিয়েই এমবাপ্পে সংবাদ সম্মেলনে বলেছেন, 'এখন আমরা দেখতে পাচ্ছি চরমপন্থীরা ক্ষমতা দখলের খুব কাছাকাছি চলে এসেছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগটা আমাদের নেওয়া উচিত। আশা করছি ৭ জুলাইয়ের পরও গর্বের সঙ্গে এই জার্সি পরতে পারব।' ফরাসি তারকার এই অবস্থানকে সমর্থন দিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের আরও কিছু তারকা খেলোয়াড়।
উল্লেখ্য, ফ্রান্সের রাসেম্বলমেন্ট ন্যাশনাল দলটি ইতিমধ্যেই শক্তিশালী দল হিসেবে ফ্রান্সে আসন গেড়ে নিয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টে কট্টরপন্থী রাসেম্বলমেন্ট ন্যাশনাল ৩১ শতাংশ ভোট পেয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। এরপরই প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেন। কট্টরপন্থী রাসেম্বলমেন্ট ন্যাশনাল দলটি বর্ণবাদী, অভিবাসী ও ইসলামবিদ্বেষী দল হিসেবে পরিচিত।
সংবাদমাধ্যমগুলো বলছে, এমবাপ্পে ও অন্য ফরাসি ফুটবল তারকারা স্পষ্টত ডানপন্থী কট্টরপন্থী দলটির বিরুদ্ধে নিজেদের অবস্থান নিচ্ছেন এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে ফরাসি তরুণদের কাকে ভোট দেওয়া উচিত সেটির ইঙ্গিত দিচ্ছেন। এমবাপ্পের সঙ্গে গলা মিলিয়ে ফ্রান্সের উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু ও বেঞ্জামিন পাভার ফরাসিদের ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেছেন, 'পরিস্থিতি খুবই দুঃখজনক এবং খারাপ।'