তানজিমের শিকার কোহলি-সূর্যকুমার
রোহিত শর্মাকে ফেরালেও ভারতের ওপর চাপ বাড়ানো যাচ্ছিলো না। ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছিলেন বিরাট কোহলি। ইনিংসের নবম ওভারে আঘাত হেনে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন বিশ্বকাপে বল হাতে দারুণ করতে থাকা তানজিম হাসান সাকিব।
ডানহাতি তরুণ এই পেসার এক ওভারেই ফিরিয়ে দিয়েছেন কোহলি ও সূর্যকুমার যাদবকে। ২৮ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩৭ রান করা কোহলির স্টাম্প উপড়ে নেন তানজিম। এক বল পরই থামান সূর্যকুমারকে। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।
১০ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৮৩ রান। দ্রুত দুই উইকেট হারানোর চাপ সামলানোর চেষ্টা করছেন ঋষভ পন্ত ও শিবম দুবে। পন্ত ১২ ও দুবে ২ রানে ব্যাটিং করছেন।
রোহিতকে ফেরালেন সাকিব
দাপুটে শুরুই করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৩ ওভারেই স্কোরকার্ডে ২৯ রান যোগ করেন এ দুজন। সাকিব আল হাসানের করা ইনিংসের চতুর্থ ওভারেও দাপট দেখাচ্ছিলেন রোহিত, মারেন একটি ছক্কা ও চার। তবে ভারতের অধিনায়কের ইনিংস বড় হতে দিলেন না সাকিব।
সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে জাকের আলী অনিকের হাতে ধরা পড়েন ১১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৩ রান করা রোহিত। এই উইকেট নিয়ে দারুণ এক মাইলফলক ছুঁলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করলেন বাঁহাতি এই স্পিনার।
৫০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে সাকিব, দুইয়ে থাকা শহীদ আফ্রিদির সঙ্গে তার ব্যবধান অনেক। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ৩৯টি উইকেটের মালিক। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গার, তার শিকার ৩৭ উইকেট।
রোহিত ফেরার পর ভারতের রান তোলার গতি কিছুটা কমেছে। এক উইকেটে পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৩ রান তুলেছে শিরোপা প্রত্যাশী দলটি। কোহলি ২৭ ও ঋষভ পন্ত ৩ রানে ব্যাটিং করছেন।