টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কামিন্সের অনন্য কীর্তি
আফগানিস্তানের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। এই হারের ম্যাচেই অনন্য এক কীর্তি গড়েছেন প্যাট কামিন্স। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই অজি পেসার।
অস্ট্রেলিয়ার প্রথম ও সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করা চতুর্থ বোলার কামিন্স। আগের তিন জন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউ জিল্যান্ডের টিম সাউদি ও মাল্টার ওয়াসিম আব্বাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম হ্যাটট্রিক এটি, সর্বশেষ দুটিই কামিন্সের। এই ৮ হ্যাটট্রিকের ৪টিই অস্ট্রেলিয়ার বোলারদের।
আফগানিস্তানের বিপক্ষে ১৮তম ওভারের শেষ বলে রশিদ খান ও ২০তম ওভারের প্রথম দুই বলে কারিম জানাত ও গুলবাদিন নাইবের উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার। একই ওভারের তৃতীয় বলে নানগেলিয়া খারোটের ক্যাচ ছাড়েন ডেভিড ওয়ার্নার। নাহলে টানা ৪ বলে ৪ উইকেট পেতে পারতেন কামিন্স।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ১৮ ও ২০তম ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন কামিন্স। সেদিন কামিন্স ফিরিয়েছিলেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান ও তাওহিদ হৃদয়কে।