ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
ডি গ্রুপে ফ্রান্স ও নেদারল্যান্ডসকেই সেরা দুই ধরে নিয়েছিলেন অনেকে। অস্ট্রিয়া ও পোল্যান্ডের মধ্যে তৃতীয় স্থান নিয়েই কাড়াকাড়ি হওয়ার কথা। কিন্তু সব হিসাব উলটে দিয়ে অস্ট্রিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। ফ্রান্স শেষ ষোলোতে উঠেছে রানার্সআপ হয়ে। অপরদিকে তৃতীয় হলেও শেষ ষোলোতে ওঠার ভালো সুযোগ এখনও রয়েছে ডাচদের সামনে।
গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অন্য ম্যাচে ফ্রান্সকে ১-১ গোলে আটকে দিয়েছে পোল্যান্ড। আর এতে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রিয়া, পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফ্রান্স ও চার পয়েন্ট নিয়ে তৃতীয় নেদারল্যান্ডস।
অস্ট্রিয়ার কাছে হেরে তৃতীয় হয়েও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে ডাচদের সামনে। কারণ, ছয় গ্রুপে তৃতীয় হওয়া সেরা চারটি দলও যাবে শেষ ষোলোতে। ডাচরা হতে পারে সেই চার দলের একটি। অন্যদিকে ইউরোতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটি করেন সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নাম লেখানো এমবাপ্পে। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি গোল শোধ করেন পেনাল্টি থেকেই। ১-১ গোলের ড্র হওয়ার ফ্রান্স আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি।
অন্য ম্যাচটি হয়েছে দুর্দান্ত, যেখান থেকে চোখ ফেরানোর উপায় ছিল না। ম্যাচের ৬ মিনিটে মালেনের আত্মঘাতী গোল এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি গাকপোর দারুণ ফিনিশে সমতায় ফেরে ডাচরা। এরপর আবার অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্মিড। যা নেদারল্যান্ডস শোধ করে দেয় আরেকবার, এবার ত্রাতা মেম্পিস ডিপাই।
কিন্তু ৮০ মিনিটে সাবিতজারের করা গোল অস্ট্রিয়াকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে দিলে আর ফিরতে পারেনি নেদারল্যান্ডস। তাই জয় দিয়ে শুরু করেও গ্রুপে তৃতীয় হতে হয়েছে রোনাল্ড কোম্যানের দলকে। অপরদিকে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করা অস্ট্রিয়াই হয়েছে গ্রুপ সেরা।