দারুণ থ্রোতে অক্ষরকে ফেরালেন ডি কক
বিরাট কোহলির সঙ্গে যোগ দিয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন অক্ষর প্যাটেল। চাপ কাটিয়ে দলকে ঠিক পথে ফেরানোর পথে তার অবদানই বেশি ছিল। কিন্তু রান আউট কাটা পড়ে থামতে হলো ভারতের বাঁহাতি অলরাউন্ডারকে। ১৪তম ওভারে রাবাদার বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় কোহলি-অক্ষরের। বল তখন কুইন্টন ডি ককের হাতে।
উইকেটের পেছন থেকেই দারুণ এক থ্রোতে নন স্ট্রাইক পান্তের উইকেট ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেননি ৩১ বলে একটি চারও ৪টি ছক্কায় ৪৭ রান করা অক্ষর। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। পুরো আসরে নিজের ছায়া হয়ে থাকা কোহলি ৪৬ ও শিবম দুবে ৯ রানে ব্যাটিং করছেন।
কোহলি-অক্ষরের ৬০ রানের জুটি
অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারানোর চাপ কাটিয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটে ইতোমধ্যে ৪৬ বলে ৬০ রানের জুটি গড়েছেন এ দুজন। ১২.১ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৯৪ রান। কোহলি ৪২ ও অক্ষর ৩৮ রানে ব্যাটিং করছেন।
রান বাড়ানোর চেষ্টায় কোহলি-অক্ষর
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। উইকেট হারানোর চাপ সামলে দ্রুত রান তোলার চেষ্টা করছেন তারা। বিশেষ অক্ষর কেবল এই কাজেই মন লাগিয়েছেন। ১০ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৭৫ রান। কোহলি ২৯ বলে ৩৬ ও অক্ষর ২০ বলে ২৬ রানে ব্যাটিং করছেন।
পাওয়ার প্লেতে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৪৫ রান
দারুণ শুরুই হয়েছিল, বিরাট কোহলির দাপুটে ব্যাটিংয়ে প্রথম ওভারেই ১৫ রান তোলে ভারত। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেও টানা চার মারেন রোহিত শর্মা। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেননি কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার এই ওভারেই ফিরিয়ে দেন রোহিত ও ঋষভ পন্তকে।
পঞ্চম ওভারে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ভারতকে কোণঠাসা করে ফেলেন কাগিসো রাবাদা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৩৪ রান ৩ উইকেট হারানো দলকে পথ দেখাচ্ছেন কোহলি ও অক্ষর প্যাটেল। তাদের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৪৫ রান। কোহলি ২৫ ও অক্ষর ৮ রানে ব্যাটিং করছেন, তাদের জুটির রান ১১।