‘এভাবেই শেষ করার স্বপ্ন দেখেছিলাম’
আর্জেন্টিনার হয়ে এটিই যে তার শেষ ম্যাচ, তা জানা ছিল আগেই। কী দারুণভাবেই না নিজের বিদায় রাঙালেন আনহেল দি মারিয়া। কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনা ভক্তদের প্রিয় 'দেবদূত'।
৩৭ বছর বয়সী দি মারিয়া ফাইনালে খেলেছেন ১১৭ মিনিট পর্যন্ত। মাঠের বাম দিক থেকে কলম্বিয়া রক্ষণভাগকে করেছেন ছিন্নভিন্ন। যেন পণ করেছিলেন, বিদায়ী ম্যাচে কোনোভাবেই শিরোপা না জিতে ছাড়বেন না। আর কোপার চ্যাম্পিয়ন হওয়ার পর তো নিজেই বললেন- এভাবে শেষ করার স্বপ্নই দেখেছিলেন তিনি।
ম্যাচ শেষে মিক্সড জোনে দি মারিয়া বলেছেন, 'এভাবেই সব লেখা ছিল। আমি এই স্বপ্নই দেখেছি। এভাবেই আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেছিলাম আমি।' ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনা জিতেছে সবগুলো শিরোপাই।
আজ গোল না করতে পারলেও ৬৫ মিনিটে মেসি উঠে যাওয়ার পর দলের আক্রমণের ভার ছিল দি মারিয়ার ওপরই। সেই চিরচেনা আঁকাবাঁকা দৌড় আর এই বয়সেও গতিতে পরাস্ত করেছেন কলম্বিয়ার রক্ষণকে। ম্যাচ শেষে মেসিকে খুশি করতে পারার উচ্ছ্বাসও বেয়ে পড়েছে মারিয়ার কণ্ঠে।
'মেসি যখন উঠে গেল, আমার ভালো লাগেনি। কিন্তু আমি এখন খুশি, কারণ ওর যা প্রাপ্য আমরা তা দিতে পেরেছি।' ২০০৫ সাল থেকে একসাথে বেড়ে ওঠা সতীর্থের জন্য দি মারিয়া সব নিংড়ে দিয়েছেন। তার প্রতিদানও মেসি দিয়েছেন শিরোপা তুলে ধরার সময়।
দি মারিয়া সহ আরেক শেষের পথের যাত্রী নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে কোপা আমেরিকার শিরোপা তুলে ধরেন মেসি। যেন বার্তা দিলেন, এই শিরোপা গোটা আর্জেন্টিনা দলেরই। আর দি মারিয়ার এর থেকে ভালো বিদায় কী-ই বা হতে পারতো! তিনি নিজেও যে স্বপ্ন দেখেছিলেন এমন দিনেরই।