‘মনে হচ্ছে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে’- ছয় পয়েন্ট পেয়েও পেল না কানাডা
গুপ্তচরবৃত্তির দায়ে অলিম্পিকে কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ার খবর পুরোনো। এই শাস্তি পাওয়ার পর খেলতেও নেমেছে দলটি। স্বাগতিক ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে কানাডার নারী ফুটবল দল।
দলের কোচ বেভ প্রিয়েস্টমানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির অনুশীলনে ড্রোন পাঠানোর দায়ে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ায় নিউজিল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে জিতেও এখন দলটির পয়েন্ট কার্যত শূন্য।
আটক হয়েছেন দলের অ্যানালিস্ট জোসেফ লমবারডি। ঘটনায় জড়িত থাকায় দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সহকারী কোচ জাসমিন মান্ডারকে। কানাডার ফুটবল ফেডারেশনকে তো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হয়েছেই, সঙ্গে পয়েন্ট কেড়ে নেওয়ার খবরটি মেনে নিতে কষ্ট হয়েছে দলের ফুটবলারদের।
ছয় পয়েন্ট কেটে নেওয়ার খবর শুনে রাগে-ক্ষোভে দেয়ালে ঘুষি মেরেছিলেন জানিয়ে কানাডার নারী ফুটবলার জাইলস বলেন, '৭২ ঘণ্টা কিছুর ওপরই আমাদের নিয়ন্ত্রণ ছিল না। আমরা এর অংশ ছিলাম না। কিন্তু এমন সাজা দেওয়া হয়েছে যেন ডোপিংয়ে ধরা পড়েছি। আমরা কিছুই করিনি। যে জিনিসটার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।'
ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি করার মাধ্যমে অনৈতিক কোনো সুবিধা নেয়নি কানাডা। এমনটিই দাবি করেছেন ফরাসি ক্লাব লিঁওতে খেলা এই সেন্টারব্যাক, 'আমরা কোনো সুবিধা নিইনি। আমরা মাঠে নেমেছি নিজেদের উজাড় করে খেলার জন্য। সারা বছর এ জন্যই কষ্ট করেছি। যে কারণে এমন অনিয়ন্ত্রিত কিছুর জন্য প্রচণ্ড হতাশা আর রাগই হয়েছে শুধু।'
কানাডার সামনে শেষ আটে খেলার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। নিউজিল্যান্ড ও ফ্রান্সকে হারানোর পর তাদের পয়েন্ট এখন যদিও শূন্য। তবে এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে।গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রাখার দায়িত্ব এখন কানাডার হাতেই।