ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের মাঝে বিসিবির খাবার বিতরণ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যানবাহন চলাচলে কাজ করা স্বেচ্ছাসেবকদের মাঝে ২৫০ খাবারের প্যাকেট বিতরণ করেন বিসিবি মিডিয়া বিভাগের কর্মচারীরা। স্টেডিয়ামের আশেপাশ, মিরপুর ২, মিরপুর ৬, মিরপুর ১০ এবং মিরপুর ১১ নম্বরে এই কার্যক্রম চালায় বিসিবি।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় কর্মবিরিতে যান পুলিশ সদস্যরা। ট্রাফিক সামলানোর দায়িত্বে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় বিশৃঙ্খলা ঠেকাতে প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিকের মতো করে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
রাস্তার সিগন্যাল নিয়ন্ত্রণে যখন কেউ ব্যস্ত, তখন অন্যদিকে কেউ নিয়ম না মানলে চালককে বাধা দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে নিয়ম মানতে। এ কারণে গাড়ি চলাচলালে দুর্ভোগ কমেছে, কমেছে রাস্তার যানজটও। ব্যবস্থা করা হয়েছে জরুরি লেনের। রাস্তার একটু পরপরই শিক্ষার্থী দাঁড়িয়ে থেকে নিশ্চিত করছেন এই লেনটা যেন সঠিক কাজে ব্যবহৃত হয়।
ট্রাফিক পুলিশ না থাকলেও দেশের সড়ক ব্যবস্থা দারুণভাবে পরিচালিত হচ্ছে তরুণদের দ্বারা। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের রাস্তা চলাচলে সতর্ক করছেন তারা। যারা নিয়ম মানেননি, শাস্তি হিসেবে তাদেরকে ৫-১০ মিনিট রাস্তায় অপেক্ষায় রেখেছেন যান চলাচলে সহায়তাকারী শিক্ষার্থীরা।।
কেবল ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ বা যান চলাচলে সাহায্য করাই নয়, হঠাৎ-ই পুলিশশূন্য হয়ে পড়া দেশে অনেক কাজই করছেন শিক্ষার্থীরা। অনেকে রাত জেগে অলিগলিতে পাহাড়া দিচ্ছেন, দেশের বিভিন্ন জায়গায় রাস্তার ময়লা পরিষ্কারের কাজও করেছেন তারা।
গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম ব্যাহত হয়েছে। কদিন পর সেনা নিরাপত্তায় বুধবার অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। অনুশীলনের আগে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।