ভুটানের বিপক্ষে এবার হেরে গেল বাংলাদেশ
প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো ছিল না। ভুটানের উচ্চতায় ভুগেছেন বাংলাদেশের ফুটবলাররা, ধরে রাখতে পারেননি দম। এরপরও ভাগ্যের সহায়তায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়াই-ই করতে পারলো না সফরকারীরা। নিষ্প্রাণ ফুটবল খেলা দলটি শেষ দিকে গোল হজম করে মাঠ ছাড়লো হার নিয়ে।
এই দুই প্রীতি ম্যাচের আগে বাংলাদেশের কোচ, ফুটবলারদের কণ্ঠে প্রত্যয় ছিল। দুটি ম্যাচই জেতার কথা জানান তারা। কিন্তু মাঠের ফুটবলে সেই প্রত্যয়ের ছাপ রাখতে পারেননি ফুটবলাররা, তাই লক্ষ্যও পূরণ হলো না তাদের। রোববার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানের পক্ষে গোলটি করেন কিংমা ওয়াংচুক।
প্রীতি ম্যাচ, জয়-হারের চেয়ে ভালো ফুটবল খেলাই হতে পারে প্রধান উদ্দেশ্য। যদিও ভালো ফুটবল খেলার পাশাপাশি কেবল জয়েই দৃষ্টি ছিল জামাল-মোরসালিনদের। আগামী বছরের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রয়ে প্লট থ্রি- তে থাকার লক্ষ্যে ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু হতাশার ফুটবলে লক্ষ্যে পৌঁছানো গেল না।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়। প্রথম ম্যাচে চোটে ছিটকে যাওয়া রাকিব হোসেনের জায়গায় আক্রমণভাগে শাহরিয়ার ইমনকে খেলানো হয়। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় নেওয়া হয় ইসা ফয়সালকে। সুযোগ পেয়ে সামর্থ্যের ছাপ রেখেছেন ইসা। তপু বর্মনের সঙ্গে রক্ষণভাগ দারুণভাবে সামলেছেন তিনি।
শুরু থেকেই চাপ তৈরি করে খেলা ভুটানকে সফল হতে দেননি এ দুজনই। ম্যাচের বাকি সময়েও প্রতিপক্ষকে জালের ঠিকানা করতে নিতে দেননি তারা। তবে বাংলাদেশ ছিল অগোছালো। মাঝমাঠে এলোমেলো দেখিয়েছে তাদের, আক্রমণও সাজাতে পারেনি সেভাবে। এরপরও নিজেদের জাল অক্ষত রাখে তারা। কিন্তু শেষ দিকে গিয়ে গোল হজম করে তারা। সতীর্থের হেড থেকে বল পেয়ে গোল আদায় করে নেন ফাঁকায় থাকা কিংমা ওয়াংচুক।