হ্যাক হয়েছে বাংলাদেশ ফুটবল দলের ফেসবুক পেজ
বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ, কিন্তু পেজটি থেকে পোষ্ট করা হচ্ছে বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের ক্লিপ। গতকাল থেকে পেজটিতে দেওয়া সব পোস্টই মুভি ক্লিপের। এখন পর্যন্ত পেজটি থেকে এমন ৭টি পোস্ট দেওয়া হয়েছে। বুঝতে বাকি থাকে না, পেজটি হ্যাক হয়েছে।
বিষয়টি দৃষ্টিগোচর হতেই পেজটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এখন পর্যন্ত পেজটি ফিরে পায়নি দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানান, ৭৮ হাজার অনুসারী সংখ্যার পেজটি ফেরিভাইড না হলেও এই এটা জাতীয় ফুটবল দলেরই পেজ। এটা ফুটবল দলের পেজ, এর বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নামে একটি পেজ আছে, যেটা ভেরিভাইড।
টিবিএসকে তিনি বলেন, 'বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজটি হ্যাক হয়েছে। গতকাল রাত থেকে আমরা দেখছি যে আমাদের পেজে অপ্রত্যাশিত কিছু ভিডিও আপলোড হচ্ছে। সেটা দেখার পর আমরা বুঝতে পারি পেজটি হ্যাক হয়েছে বা হ্যাকার দ্বারা শিকার হয়েছে।'
'কাল রাত থেকেই আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সপোর্টি টিমের সাথে কথা বলেছি। বেশ কিছু প্রক্রিয়া আছে, যেহেতু পেজটি ভেরিফাইড হয়নি, যে কারণে পেজটি ফিরিয়ে আনতে একটু সময় লাগছে। কিন্তু আমরা আশাবাদী যে, পেজটি রিকভার করতে পারব। এবং রিকভার করার জন্য ফুটবল ফেডারেশ সব কিছুই করছে।' যোগ করেন তিনি।
এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে বাফুফে। দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল পেজটি হ্যাক হয়েছে। পেজটি ফিরে পেতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।'