সাফজয়ী সাবিনাদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন
নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়শিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরটিতে চ্যাম্পিয়ন হলো তারা। এমন সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন সাবিনা-ঋতুপর্ণারা। মেয়েদের এই অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের, যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।' দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।
শিরোপা জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এই দুজনের গোলে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়। ৫২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মনিকা। কিছুক্ষণ পরই সমতা ফেরায় নেপাল। ৮১তম মিনিটে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে গোল করে উৎসবের উপলক্ষ্য এনে দেন টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ঋতুপর্ণা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গেলেও টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। যদিও দ্বিতীয় ম্যাচেই ছন্দ খুঁজে নেন পিটার বাটলারের শিষ্যরা, ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।
সেমিতে ভুটানের জালে রীতিমতো গোল উৎসব করে বাংলাদেশ, ম্যাচ জেতে ৭-১ গোলের বড় ব্যবধানে। তহুরা করেন হ্যাটট্রিক, অধিনায়ক সাবিনার পা থেকে আসে জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা ও শিউলি আজম। ফাইনালেও জারি থাকে বাংলাদেশের দাপট। দুই বছর আগে এই ভেন্যুতেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জেতে বাংলাদেশের মেয়েরা।