সাফজয়ী নারী দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির আজকের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
গত ৩০ অক্টোবর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বার আসরটির চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগের আসরে একই ভেন্যুতে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন সাবিনা-ঋতুপর্ণারা।
বাংলাদেশের মেয়েরা সাফের মিশনে থাকা অবস্থায় বাফুফের নির্বাচিত অনুষ্ঠিত হয়। গত ২৬ অক্টোবর ঢাকার একটি হোটেলে হয় ভোট, সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। বাফুফে প্রধান নির্বাচিত হয়েই এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তিনি। এ কারণে নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়নি।
দেশে ফিরে বৃস্পতিবার বাফুফেতে যান তাবিথ, পরিচিত হন সব স্টাফের সঙ্গে। সেদিন তিনি জানান, ৯ নভেম্বর নতুন কার্যনির্বাহি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানে মেয়েদের পুরস্কার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সভার আলোচনার মূল বিষয়ই ছিল মেয়েদের সাফ জয়।
অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে, মেয়েদের সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা আছে বাফুফের। মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম জানিয়েছেন, আজকের সভায় এ বিষয়েও আলোচনা করা হয়েছে। তবে সংবর্ধনার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
সাফজয়ী নারী দল দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যায়। বাফুফেতে দলকে স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে থেকে পুরস্কার হিসেবে নারী দলকে একটি কোটি টাকার চেক বুঝিয়ে দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। গত ২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।