‘বেশি আশা করা ভালো না’- আইপিএল খেলার প্রশ্নে রিশাদ
ঘরোয়া কোনো আসর যদি টি-টোয়েন্টি ফরম্যাটের স্ট্যান্ডার্ড হয়, সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নামি দামি ক্রিকেটার থেকে শুরু করে বিশ্বের বেশিরভাগ ক্রিকেটার অপেক্ষায় থাকেন আসরটিতে খেলার। অর্থের ঝনঝনানির সঙ্গে এখানকার ক্রিকেটের মান, ক্রিকেটে বিশ্লেষণ ও প্রযুক্তির ব্যবহার সব সময়ই প্রশংসা কুড়ায়।
অনেক ক্রিকেটারের কাছে আইপিএলে খেলা স্বপ্নের সমান বড়। বাংলাদেশের এমন অনেক ক্রিকেটার আছেন, তাদের মধ্যে একজন রিশাদ হোসেন। ২২ বছর বয়সী তরুণ এই লেগ স্পিনারের ইচ্ছা আছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটিতে। তবে নিজের ইচ্ছে ঘুড়িতে লাগাম রাখছেন রিশাদ, কারণ তিনি জানেন; বেশি আশা করা ভালো না।
এবারের আইপিএলের মেগা নিলামে রিশাদ ছাড়াও বাংলাদেশের আরও ১১ জন ক্রিকেটার নাম দিয়েছেন। বাকিদের মতো রিশাদেরও আশা টুর্নামেন্টটিতে দল পাওয়ার। তবে কষ্ট পেতে হয়, এতোটা আশা করতে চান না তিনি, 'ইচ্ছা তো সবার থাকে, কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনও কোনো কিছু নিয়ে, তাহলে কষ্ট পাব না।'
বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এর আগে একই দলের হয়ে গায়ানাতে খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। গত বছর আরও দুটি টুর্নামেন্ট থেকে পেয়েও খেলতে যাননি তিনি। রিশাদ জানালেন, কোনো টুর্নামেন্টে দল পাওয়া নিয়ে চিন্তা করেন না তিনি।
তার ভাষায়, 'সাধারণত আমি কখনও চিন্তা করি না এসব নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করিনি। স্বাভাবিক থাকার চেষ্টা করি, সব কিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়। আমি নিজের ওপর আত্মবিশ্বাসী আছি। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এতো কিছু নিয়ে আশা করছি না। যখন ওই পরিস্থিতি আসবে, তখন দেখা যাবে।'
আইপিএলে নির্দিষ্ট কোনো দলে সুযোগ পাওয়ার কথা ভাবছেন না তিনি। তবে রিশাদের কথায় মনে হয়েছে, সাকিব আল হাসান ও লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সে খেলা ফ্র্যাঞ্চাইজিটির প্রতি টান আছে তার, 'এ রকম নির্দিষ্ট কিছু ভাবিনি। মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু হলো অন্য দল। তখন মনটা খারাপ হবে। তো কোনো কিছু নিয়ে আশা করি না।'
'কলকাতা দলকে ভালো লাগে। শাহরুখ খানের জন্য নয়, কলকাতায় সাকিব ভাই খেলেছেন, লিটন দা খেলেছেন; সে জন্য ভালো লাগে। সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলার। এক জায়গায় ভালো করলে আরও দুই-চার জায়গা থেকে সুযোগ আসবে।' যোগ করেন রিশাদ।
গ্লোবাল সুপার লিগে খেলতে আগামীকাল রংপুর রাইডার্সের সঙ্গে দেশ ছাড়বেন রিশাদ। ৫ দলের এই টুর্নামেন্টে দলের হয়ে ভালো কিছু করার আশা তার, 'বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে (রংপুর রাইডার্স)। বাংলাদেশ দল বাইরে খেলতে গেলে যেমন হয়, অমনই লাগছে। তো আশা করব ইনশাআল্লাহ ভালো কিছু হবে।'