রংপুর রাইডার্সের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ ইমরান তাহিরের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরু হওয়ার অপেক্ষায়। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির একাদশতম আসর। কিন্তু এখনও আগের আসরের পারিশ্রমিক শোধ করেনি রংপুর রাইডার্স। এমনই অভিযোগ করেছেন গত আসরে দলটির হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির।
গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলছেন তাহির। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে উপস্থাপকের সঙ্গে কথা বলার এক ফাঁকে দলটির বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনেন তিনি। তাহির জানান, চুক্তি অনুযায়ী তাকে পুরো পারিশ্রমিক দেয়নি রংপুর রাইডার্স।
এ কারণে রংপুরের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে বাড়তি অনুপ্রেরণা পাওয়ার কথা জানান তিনি। দক্ষিণ আফ্রিকান এই স্পিনার বলেন, 'আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচে গায়ানার হয়ে ভালো করতে চাই, কারণ গত বছর আমি রংপুরের হয়ে বিপিএলে খেলেছিলাম। কিন্তু এখনও আমার চুক্তির পুরো অর্থ পাইনি। এটা আমাকে তাদের বিপক্ষে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করছে।'
তাহিরের এমন অভিযোগ রংপুর রাইডার্সের জন্য বিব্রতকরই হওয়ার কথা। এ বিষয়ে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই অভিযোগের প্রভাব অবশ্য রংপুরের খেলায় পড়েনি। গায়ানাকে ১৫ রানে হারিয়েছে তারা। নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলা দলটির এটাই প্রথম জয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় তারা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করা রংপুর শেষ বলে অলআউট হওয়ার আগে ১১৭ রান তোলে। সর্বোচ্চ ৫৮ রান করেন ম্যাচসেরা খুশদিল শাহ, বাকিদের কেউ ১৫ রানের বেশি করতে পারেননি। ছোট সংগ্রহ নিয়েও দুর্দান্ত বোলিংয়ে গায়ানাকে ১০২ রানে অলআউট করে রংপুর। বল হাতে নেতৃত্বে দেওয়া ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি ৪টি উইকেট নেন, ৩টি উইকেট পান হারমিত সিং। এই জয়ে ফাইনাল খেলার আশা টিকে রইলো রংপুরের।