ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদি আরবের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/mx7mkdqgkzktnkho2hsexnrh24-ezgif.com-avif-to-jpg-converter.jpg)
ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দিয়ে সৌদি আরবের ভূখণ্ডে 'ফিলিস্তিনি রাষ্ট্র' প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার নেতানিয়াহু-সমর্থক টেলিভিশন চ্যানেল ফোরটিনে দেওয়া এক সাক্ষাৎকারে খানিকটা রসিকতা করে সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন নেতানিয়াহু। সেখানে ভুলবশত ফিলিস্তিনি রাষ্ট্রের বদলে 'সৌদি রাষ্ট্রের' কথা বলেছিলেন তিনি, পরে তিনি নিজেই ভুল সংশোধন করেন।
সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও, তার করা সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মন্তব্যের সরাসরি উল্লেখ করা হয়নি।
মিশর ও জর্ডানও ইসরায়েলের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে।
কায়রো এই চিন্তাকে 'সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন' হিসেবে অভিহিত করেছে।
সৌদি আরব বলেছে, 'ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের মূল্য কী এবং সেই ভূমির সঙ্গে তাদের আত্মিক, ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক কী তা এই দখলদার চরমপন্থী শক্তির উপলব্ধি করার সক্ষমতা নেই।'
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত এক প্রস্তাবে জেরে গাজায় ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে।
ট্রাম্প সেদিন বলেছে, ইসরায়েলের কাছ থেকে 'গাজা উপত্যকা দখল করবে' যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পর গাজায় 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' তৈরি করবে।
গাজা যুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতির এই সময় ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।
ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য শর্ত হিসেবে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র দাবি করেনি।
তবে রিয়াদ তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না।
গাজা কর্তৃপক্ষ বলছে, যুদ্ধে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনির মধ্যে ৪৭ হাজারের বেশি নিহত হয়েছে।
ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হিসেবে আটক করা হয়েছিল।