দুর্নীতির দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চীনের সাবেক তারকা ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
চীনের ফুটবলের একসময়ের অন্যতম উজ্জ্বল তারকা ও জাতীয় পুরুষ দলের সাবেক কোচ লি টাইকে দুর্নীতির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
২০০০-এর দশকে ওয়েন রুনির সাথে এভারটনে খেলা লি টাই (৪৭) সাম্প্রতিক সময়ে চীনের পেশাদার ফুটবল লিগে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানে ধরা পড়া সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
২০২২ সালে ফিফা বিশ্বকাপের প্রাথমিক পর্বে চীনের পুরুষ ফুটবল দলের ব্যর্থতার পর দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা পেশাদার ফুটবলে ঘুষ ও ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত শুরু করে।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর দেশটির পেশাদার ফুটবল লিগকে বিশ্ব ফুটবলের সুপারপাওয়ারে পরিণত করার লক্ষ্য সত্ত্বেও, চীনের ফুটবল দুর্নীতিগ্রস্ত আর্থিক সিদ্ধান্ত, গভীর দুর্নীতি এবং হতাশাজনক পারফরম্যান্সে আটকে রয়েছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে চীনের জাতীয় পুরুষ দলের হতাশাজনক বিদায়ের পর, দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা চীনা পেশাদার ফুটবলে ঘুষ এবং ম্যাচ ফিক্সিং নিয়ে ব্যাপক তদন্ত শুরু করে।
এই অভিযানে প্রথম ধরা পড়েন লি টাই। এরপর মার্চ মাসে চীনের ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান চেন শুয়ুয়ান দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
শুক্রবার, উহানের একটি আদালত লি টাইকে একাধিক ঘুষের মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে।
মার্চ মাসে বিচারের সময় প্রসিকিউটররা অভিযোগ করেন, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দল এবং নির্বাচিত দলের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় লি ৫ কোটি ইউয়ানের (৬.৮ মিলিয়ন মার্কিন ডলার) বেশি ঘুষ নেন।
এর বিনিময়ে তিনি কিছু খেলোয়াড়কে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে এবং নির্দিষ্ট ক্লাবগুলোকে ম্যাচ জিততে সহায়তা করেছিলেন।
প্রধান কোচ হওয়ার জন্য লি এবং তার কোচিং করা ক্লাব ৩০ লাখ ইউয়ান (৪১২,৮০০ মার্কিন ডলার) ঘুষের ব্যবস্থা করেছিল বলে আদালত জানায়।
এছাড়া, লি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের ফুটবল লিগের দুটি ক্লাবের হয়ে ম্যাচ ফিক্সিং করার দায়ে অভিযুক্ত হন।
রায়ের এক সপ্তাহ আগে চীনের গণমাধ্যম সিসিটিভির একটি ডকুমেন্টারিতে অনুতপ্ত লি বলেন, "যখন আমি খেলোয়াড় ছিলাম, তখন ম্যাচ ফিক্সিং করা মানুষদের আমি সবচেয়ে ঘৃণা করতাম।"
তবে ক্লাবের প্রধান কোচ হওয়ার পর তিনি বুঝতে পারেন, ক্লাবের র্যাংকিং বাড়ানোর জন্য এটি একটি সহজ পথ।
"এভাবে অনৈতিক পদ্ধতিতে সাফল্য অর্জন আমাকে ক্রমশ দৃষ্টিসীমাহীন এবং দ্রুত ফলাফলের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। এটি একটি অভ্যাসে পরিণত হয়, এবং শেষ পর্যন্ত আমি এটির ওপর নির্ভর করতেও শুরু করি।"
২০০২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চীনা খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন লি। তিনি এভারটনের হয়ে ২৯টি ম্যাচ খেলেছিলেন এবং একই বছর চীনকে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে নেওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন। তবে চোটের কারণে ইংল্যান্ডে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং ২০০৮ সালে তিনি দেশে ফিরে আসেন।
২০২০ সালে চীনের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর লি-র কাছ থেকে বিশ্বকাপের স্বপ্ন দেখেছিল ভক্তরা। কিন্তু, ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে দলের ব্যর্থতার পর ভক্তদের সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেন।
চীনা আদালতে তার বিরুদ্ধে ঘুষ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়। এটি দেশটির ফুটবলে দুর্নীতিবিরোধী অভিযান চলাকালীন একটি উল্লেখযোগ্য ঘটনা।