ঐক্যই শক্তি ফরচুন বরিশালের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/babul.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন তারা, এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়ে ফরচুন বরিশাল। দারুণ দল গড়ার পর মাঠের লড়াইয়েও দাপুটে শুরু করে তামিম ইকবালের দল। ১২ ম্যাচের নয়টিতে জিতে প্লে-অফে রাখে তারা। ফাইনালের টিকেট কাটার মিশনেও দুর্বার বরিশালের দেখা মেলে, চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে উড়িয়ে দেয় তারা। পরপর দুবার এমন সাফল্যের পেছনে কী আছে? ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, দলের ঐক্যের কারণেই এই সাফল্য।
ঐক্য ধরে রাখতে বরিশাল আগের আসরের মতোই দল গড়ার চেষ্টা করেছে। অধিনায়ক তামিমের সঙ্গে এবারও বরিশালের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্সরা। এক দলের হয়ে কয়েকটি মৌসুম খেললে ক্রিকেটারদের মাঝে আবেগ জন্মায়, যা ঐক্য তৈরির পাশাপাশি ভালো ফল আনতেও সাহায্য করে বলে মনে করেন বরিশালের কোচ বাবুল। ফাইনালের আগে মিরপুরে আজ অনুশীলনে নিজ দলের সাফল্যের রহস্য নিয়ে এভাবে ব্যাখ্যা করেন তিনি।
টানা দুবার বরিশালকে ফাইনালে তোলা এই কোচ বলেন, 'আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো ঐক্য (বন্ডিং)। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে, দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এই দরদের থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।'
দল গড়ার সময়ই অনেকে বলেছেন, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার মতো। সেই কথা মনে করিয়ে বাবুল বলেন, 'আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে। ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়। চ্যাম্পিয়ন হতে পারব কিনা, সেটা ৭ তারিখে বোঝা যাবে। তবে আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে, ফাইনাল খেলব। আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি এবং যেতে পেরেছি।'
এর আগে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে না খেলানোর কারণ হিসেবে টিম কম্বিনেশনের কথা জানান তামিম। কোচ বাবুলও তেমন জানিয়েছেন, জিততে থাকা দলে পরিবর্তন আনলে হারের শঙ্কা থাকেন বলে জানান তিনি। বাবুলের ভাষায়, 'একটা দলের কম্বিনেশন ভাঙলে হেরে যাওয়ার একটা শঙ্কা থেকে যায়। তখন মোমেন্টাম অন্য দিকে চলে যায়। এখানে কিন্তু এই টুর্নামেন্টেও উদাহরণ আছে। আমরা সেই মোমেন্টাম হারাতে চাইনি। এ জন্য আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি।'