বিপিএল ফাইনালে তামিমের জন্য বিসিবির বিশেষ সম্মাননা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/10/tamim_1.jpg)
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। আর ফিরবেন কি ফিরবেন না, তা নিয়ে ছিল ধোঁয়াশা; এর মাঝেই গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা অভিজ্ঞ ওপেনারের জন্য এটাই হতে পারে শেষ বিপিএল। খেলোয়াড়ি জীবনের শেষ ভাগে দাঁড়িয়ে থাকা তামিমকে সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। শিরোপার লড়াইয়ে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে লড়বে তার দল। এই ম্যাচের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমকে বিশেষ স্মারক দেবে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এটা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
দেশের ক্রিকেটে অবদান রাখার জন্য তামিমকে এই সম্মান জানানো হবে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশের ব্যাটিং সুপারস্টার তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অবদানকে সম্মান জানাতে বিপিএল ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে চ্যাম্পিয়ন এই ব্যাটসম্যানকে বিসিবি থেকে বিশেষ স্মারক দেওয়া হবে।'
১৭ বছর আগে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন দেশের ইতিহাসের সেরা এই ব্যাটসম্যান। এই ফরম্যাটে তামিম শেষ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ঘরের মাঠে ২০২৩ সালের সেপ্টেম্বরে।
বাংলাদেশের জার্সিতে ২৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৫ গড়ে ৮ হাজার ৩৫৭ রান করেছেন তামিম। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার নামের পাশে ৮ হাজারের বেশি ওয়ানডে রান আছে। রানের মতো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতেও বাংলাদেশের মধ্যে সবার উপরে তামিম।
৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.৮৯ গড়ে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেন ২০২৩ সালের এপ্রিলে। ৭৮ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে তামিমের রান ১ হাজার ৭৫৮ রান। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটি তার। তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০২০ সালের মার্চে, এই ফরম্যাটকে বিদায় জানান ২০২২ সালের জুলাইয়ে।