চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/champ.jpg)
৪০ দিনের দীর্ঘ লড়াই শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। সোনালী শিরোপাটি বরিশালের ট্রফি কেসে যাচ্ছে, সঙ্গে মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে চ্যাম্পিয়নদের।
এবারের বিপিএলের প্রাইজমানি দুই কোটি টাকারও বেশি বেড়েছে, এ কারণে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে বরিশাল। চ্যাম্পিয়ন হিসেবে আড়াই কোটি টাকা পেয়েছে তারা। আগের আসরে চ্যাম্পিয়ন হলে ২ কোটি পেয়েছিল তারা। রানার্স আপ দলেরও প্রাইজমানি বেড়েছে, চিটাগং কিংস পেয়েছে দেড় কোটি টাকা। আগের আসরের রানার্স আপ দলকে দেওয়া হয় এক কোটি টাকা।
তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো আগে কখনও প্রাইজমানি পায়নি, এবার তারাও পাচ্ছে অর্থ পুরস্কার। তৃতীয় স্থান দখল করা খুলনা টাইগার্সের ঝুলিতে যাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরের চতুর্থ দল রংপুর রাইডার্সের পুরস্কার ৪০ লাখ টাকা। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হচ্ছে অর্থ পুরস্কার। ঢাকা ক্যাপিটালসের হয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন এই পুরস্কার, তাকে দেওয়া হচ্ছে তিন লাখ টাকা।
ফাইনালের ম্যাচসেরা তামিম ইকবাল পাচ্ছেন ৫ লাখ টাকা। ব্যাটে-বলে আলো ছড়ানো খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ৩৫৫ রান ও ১৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের পুরস্কার ১০ লাখ টাকা। খুলনার ওপেনার নাঈম শেখ ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২.৫৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১১ রান করে জিতেছেন ৫ লাখ টাকা।
পুরো আসরজুড়ে দারুণ বোলিং করা দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। ১২ ম্যাচে ২৫ নিয়েছেন তিনি, তার পুরস্কারও ৫ লাখ টাকা। উইকেটরক্ষক হরেও টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম, তার অর্থযোগ হচ্ছে ৩ লাখ টাকা।