‘তোমার সাথে প্রতিটা দিনই আমার স্বপ্নের দিন’
১২.১২.২০১২; সংখ্যায় মিলে যাওয়া দারুণ দিনটাকে বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। নয় বছর আগে আজকের দিনে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন তিনি। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বছর ঘুরে দিনটা আসতেই সাকিব মনে করিয়ে দিলেন, তার কাছে কতোটা 'স্পেশাল' শিশির।
নবম বিবাহ বার্ষিকীতে ফেসবুকে নিজেদের একটি ছবি পোস্ট করে শিশিরকে ভালোবাসার কথা জানিয়েছেন সাকিব। ৯ বছরে ৩ হাজার ২৮৫ দিন পার করার পরও বাংলাদেশ অলরাউন্ডার জানালেন, শিশিরের সঙ্গে কাটানো প্রতিটা দিনই তার কাছে স্বপ্নের দিন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, 'আমার একমাত্র এবং চিরকালের মানুষটার সাথে নয় বছর। বছর চলে যায় কিন্তু তোমার সাথে প্রতিটা দিন আমার কাছে স্বপ্নের দিন। শুভ বিবাহ বার্ষিকী।'
বিশেষ দিনটায় সাকিবকে ভালোবাসার কথা জানিয়েছেন শিশিরও। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সাকিব-পত্নী লিখেছেন, 'আমরা ঠিক এভাবে আমাদের নয় বছর পার করেছি; এত হাসি, মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না, বিভিন্ন আবেগ মিশ্রিত! কারণ আমরা শুধু এখন এবং সব সময় একে অপরের উপর ভরসা রাখি। আমাদের জন্য শুভ নবম, আলহামদুলিল্লাহ।'
তিন সন্তান নিয়ে সাকিব-শিশিরের সুখের সংসার। ২০১৫ সালের ৮ নভেম্বর নিউইয়র্কে তাদের প্রথম সন্তান আলাইনা হাসান অউব্রির জন্ম হয়। দ্বিতীয় সন্তান ইরাম হাসানের জন্ম ২০২০ সালে ২৪ এপ্রিল৷ তৃতীয় সন্তান আইজাহ আল হাসানের জন্ম গত ১৫ মার্চ।