সাকিবের পছন্দের একাদশে মাশরাফি-আশরাফুল, অধিনায়ক বাশার
বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। তার পছন্দও হবে বিশ্বসেরা, এমনই ভাবা হয়। যে কারণে অনেক অনুষ্ঠানেই সাকিব আল হাসানের কাছে তার পছন্দের একাদশ জানতে চাওয়া হয়। দারাজের ফেসবুক লাইভ আড্ডাতে সাকিবের কাছে তার বাংলাদেশের পছন্দের একাদশ জানতে চাওয়া হলো। কয়েক সেকেন্ড সময় নিয়ে একাদশও বানিয়ে ফেললেন তিনি।
বাংলাদেশ অলরাউন্ডার তার পছন্দের একাদশের অধিনায়ক করেছেন হাবিবুর বাশারকে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে হিসেবে রেখেছেন জাভেদ ওমর বেলিমকে। পরের জায়গাটা দিয়েছেন সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে। চারে নিজেকে রাখাসহ পেস আক্রমণে মাশরাফি বিন মুর্তজাকে নেতা বানিয়েছেন সাকিব।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সাকিবের কাছে তার পছন্দের একাদশ জানতে চান। কয়েক সেকেন্ড ভাবতে হলেও একদশ তৈরি করতে বেশি সময় নেননি তারকা এই অলরাউন্ডার। সাকিব বলেন, 'হঠাৎ করে এভাবে ১১ জনের নাম বলাটা কঠিন। তারপরেও যদি শুরু করি তাহলে ওপেনার থেকে প্রথমে তামিম, দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম।'
'তিনে মোহাম্মদ আশরাফুল, চারে সাকিব আল হাসান (হাসি)। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার অধিনায়ক। দুই পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।'
সাকিবের পছন্দের একাদশ: হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।