বন্দি জীবন থেকে মুক্ত নারী ক্রিকেটাররা
ওমিক্রনের হানায় বাছাই পর্ব শেষ না করেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওতে ওঠে দল। পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু দুজন ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনের সময় বেড়ে ১৫ দিনে হয়। অবশেষ বন্দি অবস্থা থেকে মুক্তি মিলেছে নারী দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট বাকিদের।
আক্রান্ত তিনজন বাদে বাকিদের বুধবার করোনা পরীক্ষা করানো হয়। সবার ফলই নেগেটিভ এসেছে। এর মধ্য দিয়ে তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী দল। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ওমিক্রনে আক্রান্ত। এরপর আরেকজন নারী ক্রিকেটারের শরীরে করোনা সনাক্ত হয়। এই তিনজনকে মুগদা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে, তিনজনই সুস্থ আছেন। আগামী ২০ ডিসেম্বর তাদের করোনা পরীক্ষা করা হবে।
নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেছেন, '২২ ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে তিনজন আইসোলেশনে আছেন। বাকি ১৯ ক্রিকেটারের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ফলে তাদের সবাইকে ছুটি দেওয়া হয়েছে। অন্তত ৮ থেকে ১০ দিন ছুটি কাটানোর পর তারা ক্যাম্পে ফিরবেন।'
কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে ক্রিকেটাররা উচ্ছ্বসিত, সবাই নিজ বাড়িতে ফেরার অপেক্ষায়। বিসিবির ব্যবস্থাপনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। নারী দলের ম্যানেজার বলেন, 'মেয়েরা দারুণ খুশি। বাড়ি ফিরতে উন্মুখ হয়ে আছে তারা। বিসিবির উদ্যোগে আমরা নারী দলকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা নিয়েছি। (বৃহস্পতিবার) যারা যারা ঢাকার বাইরে যেতে যান, তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।'
আগামী জানুয়ারিতে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। বাছাই পর্বের আগে কয়েক সপ্তাহের ক্যাম্প করবে নারী দল। এর আগে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।