শ্রীলঙ্কার সঙ্গে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও যুব এশিয়া কপে দাপট জারি রেখেছে। টানা দুই জয় তুলে নিয়েছে তারাও। দ্বিতীয় জয়ে আসরটির সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে গেছে লঙ্কান যুবাদের। তাদের জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশরও। গ্রুপ সেরার লড়াইয়ে এই দুই দল মুখোমুখি হবে আগামী ২৮ ডিসেম্বর।
রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। 'বি' গ্রুপের এই ম্যাচে লঙ্কানরা জয় ৬০ রানের জয় পায়।
প্রথমে ব্যাটিং করে চামিন্দু বিক্রমাসিংহে ও সাদিশা রাজাপাকশের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে ৪৭.৫ ওভারে ২৬২ রানে অলআউট হয়ে যায় নেপাল। বাংলাদেশের বিপক্ষে ১৫৪ রানের বড় ব্যবধানে হেরেছিল নেপাল।
'বি' গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২টি করে ম্যাচ জিতেছে। দুই দলই হারিয়েছে কুয়েত ও নেপালকে। দুই জয়ে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই নম্বরে। বাকি দুই দলের পয়েন্টের ঝুলি এখনও শূন্য।
আরেক গ্রুপে দাপট দেখাচ্ছে পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে তারা। একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে এবং আফগানিস্তান তিন নম্বরে আছে। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত দুই ম্যাচেই হেরেছে।
দুই গ্রুপের দুই শীর্ষ দল খেলবে সেমি-ফাইনাল। আগামী ১ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এই টুর্নামেন্ট শেষে বিশ্বকাপে অংশ নিতে দুবাই থেকেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশসহ বাকি দলগুলো।