১৩০ রানের লিড নিয়ে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে বেশি সময় কাটাতে পারলো না বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ বিদায় নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন ২০.২ ওভারে যোগ করা গেল ৫৭ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুমিনুল হকের দল লিড পেয়েছে ১৩০ রানে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে বিনা উইকেটে ১০ রান তুলেছে স্বাগিতকরা।
রাব্বি ও মিরাজের ব্যাটে আরেকটু বড় রানের লিডের আশায় থাকলেও সেটা মিলল না। এই দুই ব্যাটসম্যানের কেউই এদিন সেভাবে সাবলীল ব্যাটিং করতে পারেননি। শেষ ১৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংসের শেষের শুরু হয় ১৭১.৩ ওভারে। উইকেটশূন্য থাকা নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি প্রথম আঘাতটি হানেন, তার শিকার মিরাজ। ২০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করা মিরাজ এদিন ২৭ রান যোগ করেন। ৮৮ বলে ৮টি চারে ৪৭ রান করেন তিনি।
এরপর ইয়াসির আলী রাব্বিও টিকতে পারেননি। তাকে ফিরিয়ে দেন আরেক কিউই পেসার কাইল জেমিসন। ৮৫ বলে একটি চারে ২৬ রান করেন রাব্বি। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন বাংলাদেশের বাকি দুই ব্যাটসম্যান। তাসকিন আহমেদ ৫ ও শরিফুল ইসলাম ৭ রান করেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের যোগান দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান ৮৮ রান করেন। এ ছাড়া লিটন কুমার দাস ৮৬, মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, সাদমান ইসলাম অনিক ২২ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ৪টি উইকেট নেন। নেইল ওয়াগনারের শিকার ৩ উইকেট। সাউদি ২টি ও জেমিসন একটি উইকেট পান।