১৬৯ রানে অলআউট নিউজিল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ৪০ রান
এবাদত হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ের সঙ্গে তাসকিন আহমেদের তোপ। আর শেষটা করলেন মেহেদী হাসান মিরাজ। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে গেছে কিউইরা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ৪০ রান।
দুর্বার বোলিংয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন। প্রায় ৯ বছর ও ৪৭ টেস্ট পর বাংলাদেশের কোনো পেসার টেস্টে ৫ বা তার বেশি উইকেটের স্বাদ পেলেন। তাসকিনের শিকার ৩ উইকেট। একটি উইকেট নিয়েছেন মিরাজ।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন উইল ইয়াং। এ ছাড়া রটস টেলর ৪০, টম ল্যাথাম ১৪, ডেভন কনওয়ে ১৩ ও রাচিন রবীন্দ্র ১৬ রান করেন। কিউইদের পাঁচজন ব্যাটসম্যানকে রানের খাতাই খুলতে দেননি এবাদত-তাসকিনরা।
এবাদত-তাসকিনে অলআউটের পথে নিউজিল্যান্ড, জয় দেখছে বাংলাদেশ
আগের দিন একাই নিউজিল্যান্ডের ইনিংস ওলট পালট করে দিয়েছিলেন এবাদত। ৪ উইকেট তুলে নিয়ে কিউইদের খাদের কিনারে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। চতুর্থ দিনের শেষ থেকেই পঞ্চম দিন শুরু করলেন তিনি। এদিন শুরুতেই ফিরিয়ে দেন রস টেলরকে। পরে তার সঙ্গে যোগ দিলেন তাসতিন আহমেদ।
বাংলাদেশের দুই পেসার মিলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের শাসন করে উইকেট উদযাপন করে গেলেন নিয়মিতভাবে। কোণঠাসা কিউইরা দ্বিতীয় ইনিংসে ১৬১ রান তুলতেই হারায় ৯ উইকেট। ৭২ ওভার শেষে ১৬৯ রান তুলেছে স্বাগিতকরা। তাদের লিড দাঁড়িয়েছে মাত্র ৩৯ রানের, জয়ের সুবাশ পাচ্ছে বাংলাদেশ। উইকেটে আছেন দুই পেসার নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
অসাধারণ বোলিংয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন। প্রায় ৯ বছর ও ৪৭ টেস্ট পর বাংলাদেশের কোনো পেসার টেস্টে ৫ বা তার বেশি উইকেটের স্বাদ পেলেন। তাসকিনের শিকার ৩ উইকেট।