জয়ের একেবারে কাছে গিয়ে ফিরলেন শান্ত
৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। কিন্তু শেষ করে আসতে পারলেন না শান্ত। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলেন ১৭ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান।
অসাধারণ ক্যাচে শান্তকে ফিরিয়েছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর। ১৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। ঐতিহাসিক জয় তুলে নিতে বাংলাদেশের দরকার আর ৬ রান। মুমিনুল হক ১২ ও মুশফিকুর রহিম শূন্য রানে ব্যাটিং করছেন।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই থামলেন সাদমান
মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের দলের লক্ষ্য দাঁড়িয়েছে ৪০ রান। ছোট এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারলো না বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। কিউই পেসার টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
ডান হাতের আঙুলে চোট পাওয়ায় এদিন ব্যাটিংয়ে নামতে ওপেনার মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলামের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সাদমানের বিদায়ে উইকেটে গেছেন অধিনায়ক মুমিনুল হক। ৪ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৩৭ রান।