টিকা না নেওয়ায় জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। জানা গেছে, দেশটিতে প্রবেশে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছানোর পর নাটকীয়ভাবে তার ভিসা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
১৭ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেশটির বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন জোকোভিচ। তবে করোনা আতঙ্কের মধ্যে এই খেলা আয়োজিত হওয়ায়, সকল খেলোয়াড়ের কোভিড-১৯ টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। আয়োজকদের নিয়ম অনুযায়ী, দুই ডোজ কোভিড টিকার সনদের সঙ্গে চিকিৎসকদের ছাড়পত্রও দেখাতে হবে।
জোকোভিচ তার টিকাগ্রহণ সম্পর্কে কোনো বক্তব্য না দিয়েও গত বছর তিনি বলেছিলেন, তিনি 'টিকাগ্রহণের বিপক্ষে'।
অস্ট্রেলিয়ার টেনিস কর্তৃপক্ষ জানিয়েছে, 'দুটি পৃথক প্যানেলের কঠোর পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন করে' টেনিস তারকা জোকোভিচকে চিকিৎসা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার তিনি দুবাই থেকে মেলবোর্নে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয়।
অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, 'অস্ট্রেলিয়ায় প্রবেশে প্রয়োজনীয় ও উপযুক্ত প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয়েছেন জোকোভিচ। এ কারণে তার ভিসা বাতিল করা হয়েছে।'
এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেনন, "জকোভিচ টিকা নিয়েছেন, এর প্রমাণ দিতে হবে। সেটি না দিতে পারলে তাকে দেশে ফেরত পাঠানো হবে।"
প্রধানমন্ত্রী স্কট টেনিস তারকার ভিসা বাতিলের ব্যাপারে বলেন, "নিয়ম তো নিয়মই। বিশেষ করে যখন আমাদের সীমান্তের কথা আসে। এই নিয়মের উর্ধ্বে কেউ নয়। আমাদের কঠোর সীমান্ত নীতির কারণেই কোভিড-১৯ এ বিশ্বের যে দেশগুলোতে মৃত্যুর হার সবচেয়ে কম, অস্ট্রেলিয়া তার মধ্যে অন্যতম। আমরা সব সময়ই সতর্কতা অবলম্বন করে যাবো।"
- সূত্র: বিবিসি, দ্য হিন্দুস্তান টাইমস