ভিসার জন্য আপিল করেও হেরে গেলেন জোকোভিচ
অস্ট্রেলিয়ায় থাকার শেষ লড়াই হিসেবে আদালতে গিয়েও হার মানতে হলো বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে।
সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, করোনাভাইরাসের টিকা না নেওয়ায় সার্বিয়ান তারকার অস্ট্রেলিয়ান ভিসা বাতিলের সরকারি সিদ্ধান্তে সমর্থন দিয়েছে দেশটির ফেডারেল আদালত। ফলে খুব দ্রুত অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে তাকে।
অস্ট্রেলিয়া সরকারের মতে, টিকা না নেওয়ায় ৩৪ বছর বয়সী জোকোভিচ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
আদালতের এমন রায়ে মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলা হচ্ছে না জোকোভিচের। সোমবারই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার কথা ছিল তার।
রবিবার আদালতের শুনানিতে তিন-সদস্যের বিচারক প্যানেলের সামনে জোকোভিচের পক্ষে যুক্তি দিতে ব্যর্থ হয়েছেন তার আইনজীবিরা। সরকারের ভিসা বাতিলের সিদ্ধান্তকে তারা 'অযৌক্তিক ও অবৈধ' বলে দাবি করলেও এর স্বপক্ষে যথাযথ যুক্তি দিতে পারেননি।
গত ৬ জানুয়ারি প্রথম জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত আসে এবং তাকে একটি হোটেলে নেওয়া হয়। এই মুহূর্তে সার্বিয়ান এই টেনিস সুপারস্টার সেই একই একই হোটেলে অভিবাসন হেফাজতে অবস্থান করছেন।