বিরিয়ানি আর মাখানো পেয়ারায় মজেছেন ডু প্লেসি
জাতীয় দলের পাশাপাশি দুনিয়াজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেরিয়েছেন ফাফ ডু প্লেসি। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে কখনও খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যানের। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন ডু প্লেসি। বাংলাদেশে সময়টা ভালোই কাটছে তার।
বাংলাদেশের খাবার মনে ধরেছে ডু প্লেসির। বিশেষ করে বিরিয়ানি ও মরিচ-লেবু দিয়ে মাখানো পেয়ারা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রোটিয়া এই ক্রিকেটার। তবে কোনো বাংলা শব্দ শেখা হয়নি এখনও, আপাতত বাংলাদেশি খাবারই উপভোগ করে যাচ্ছেন তিনি।
ডু প্লেসির কাছে প্রশ্নটা ছিল বাংলা শব্দ নিয়ে। শেখা হয়নি জানিয়ে তিনি বাংলাদেশের খাবারের প্রশংসা শুরু করেন। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'না, এখনও না (বাংলা শব্দ), স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। গত রাতে বিরিয়ানি খেয়েছি, বেশ ভালো ছিল। এ ছাড়া মরিচ ও লেবু দিয়ে মাখা পেয়ারা দিয়েছিল, সেটাও ভালো লেগেছে।'
২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হবে কুমিল্লার। প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে ডু প্লেসি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুর্নামেন্টটা হচ্ছে। কোভিডের সময় এটাই সবচেয়ে বড় ও প্রথম চ্যালেঞ্জ। আর এমন টুর্নামেন্টে সব সময় শুরুটা গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা খেলতে আসে, অনেকেই খেলার মধ্যে থাকে আবার অনেকে থাকে না। তো ওই অবস্থা থেকেও আত্মবিশ্বাস নিয়ে টুনামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ।'
বিপিএলে নিজের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন ডু প্লেসি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান তিনি, 'ফ্র্যাঞ্চাইজিরা সব সময়ই সাফল্য চায়। আমার মতো বা সব ক্রিকেটারও এটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে, আমি অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করব। আর ব্যাটসম্যান বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।'
আইপিএলে নিজের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে কুমিল্লার মিল খুঁজে পাচ্ছেন ডু প্লেসি। তিনি বলেন, 'দুই দলের (চেন্নাই-কুমিল্লা) মধ্যে মিল দেখেছি। দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে, তাই আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব নির্ভার। বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভাল হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরো ভালো খেলোয়াড় হতে পারবেন।'