এক থ্রোতে ভাঙলো দুই প্রান্তের স্টাম্প, অদ্ভুত রান আউটের শিকার রাসেল
এভাবেও রান আউট হওয়া যায়? নিজেই হয়তো নিজেকে প্রশ্ন করছিলেন আন্দ্রে রাসেল, বিশ্বাসই হচ্ছিল না তার। অবশ্য কেবল মিনিস্টার ঢাকার এই ক্যারিবীয় অলরাউন্ডারই নয়, বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটি যারা দেখেছেন, সবাই হয়তো এমন প্রশ্ন করছিলেন। অদ্ভুত এক রান আউটের শিকার হয়েছেন রাসেল। ক্রিকেট ইতিহাসে এমন রান আউট আগে কখনও দেখা গেছে কিনা, সেটা রীতিমতো গবেষণার বিষয়।
অদ্ভুতুরে এই রান আউটের ঘটনা ঘটেছে শুক্রবার মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে। খুলনার শেখ মেহেদি হাসানের থ্রো স্ট্রাইক প্রান্তের স্টাম্পে আঘাত করে। বল স্টাম্পে লেগে চলে যায় বোলিং প্রান্তে, আঘাত হানে স্টাম্পে। একই সঙ্গে দুই রান আউটের আবেদন! প্রথমটি নট আউট হওয়ায় দ্বিতীয়টি দেখা হলো। তাতে রান আউট আন্দ্রে রাসেল।
ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। থিসারা পেরেরার ওভারের শেষ বল ছিল। পঞ্চম বলে রাসেলকে স্লোয়ার দেন লঙ্কান পেসার। আলতো শটে বল শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠান রাসেল, রান নিতে দৌড় শুরু করেন মাহমুদউল্লাহ।
বল কুড়িয়ে থ্রো করেন শেখ মেহেদি। মাহমুদউল্লাহ পৌঁছার পর বল আঘাত করে স্টাম্পে। রাসেল বলের ওপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে। স্ট্রাইক স্টাম্পে লেগে চলে যায় নন স্ট্রাইক প্রান্তে, এই প্রান্তের স্টাম্পেও আঘাত হানে।
তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন রাসেল। রান আউট থেকে বাঁচতে দ্রুততার ব্যাট এগিয়ে দিলেও রক্ষা হয়নি। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করেন। ৩ বলে ৭ রান করে বিদায় নিতে হয় তাকে। কী ঘটলো বুঝতে পারছিলেন না রাসেল, এর আগেই তিনি আউট!