জয়ে মুগ্ধ রোডস, ইমনকে বললেন ‘ভালো একজন’
বয়সভিত্তিক ক্রিকেট থেকে তার ওপর সবার নজর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করাসহ দারুণ ব্যাটিংয়ে নিজের আগমনী বার্তা জোরেসোরেই দেন মাহমুদুল হাসান জয়। এরপর ঘরোয়া ক্রিকেট, হাই পারফরম্যান্স হয়ে জাতীয় দল। নিউজিল্যান্ডে টেস্টে সামর্থ্যের প্রমাণ দেওয়া ডানহাতি এই তরুণ ব্যাটসম্যান বিপিএলেও দল পেয়ে যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন কয়েকটি দারুণ ইনিংস। তার ব্যাটিংয়ে মুগ্ধ দলটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। যুব বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য অবশ্য সেভাবে সুযোগ পাননি। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে একাদশে জায়গা পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ৭ রান করেই থামেন। তবে দলের অনুশীলনে ঠিকই ইমনকে চিনে নিয়েছেন রোডস। ইংলিশ এই কোচের বিশ্বাস, ভবিষ্যতের জন্য ইমন বাংলাদেশের সম্পদে পরিণত হবে।
পুরো বিপিএলজুড়ে দারুণ ক্রিকেট খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার মাঠে নামবে। প্রথম কোয়ালিফায়ারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। আগের দিন মিরপুরের একডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে কুমিল্লা। অনুশীলনের এক ফাঁকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি জয় ও ইমনকে নিয়ে কথা বলেন রোডস।
কুমিল্লার স্থানীয় ক্রিকেটারদের মধ্যে পারফরম্যান্সে কে এগিয়ে, এমন প্রশ্নের উত্তরে জয়ের কথা জানান রোডস। কুমিল্লার হয়ে ৮ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.৫৭ গড়ে ২০৭ রান করা জয়কে নিয়ে তিনি বলেন, 'জয়ের কথা আলাদা করে বলতেই হবে। যেভাবে নিজের স্ট্রাইক রেট সে উঁচুতে রাখতে পেরেছে, আমার মনে হয়, অনেককেই সে চমকে দিয়েছে। সে যেভাবে খেলেছে, প্রমাণ করেছে যে বড় মঞ্চে সে ভীত নয়।'
'নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচে সে ভালো করেছে, এবার বিপিএলেও। আমার মনে হয়, বড় মঞ্চ সে পছন্দ করে। স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে সে নিজেকে আলাদাভাবেই তুলে ধরেছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকি। জয়ের মতো একজনকে উঠে আসতে দেখাটা তাই তৃপ্তির।' যোগ করেন রোডস।
বেশি ম্যাচ খেলতে না পারাদের মধ্যে সম্ভাবনাময় হিসেবে বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক ইমনের কথা বলেন তিনি। তার ভাষায়, 'আমার মনে হয়, ইমন খুব ভালো ক্রিকেটার। আমাদের দলে তিনজন বিদেশি অলরাউন্ডার আছে, যারা নিয়মিত খেলছে। তাদের সঙ্গে লিটন, জয় খেলছে। ইমনকে তাই একাদশে রাখা কঠিন। তবে অনেক সময় এখনও তার আছে। ভবিষ্যতের জন্য সে ভালো একজন।'