শিরোপা জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে সাকিবরা
প্রস্তুত ফাইনালের মঞ্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপার লড়াইয়ে কিছুক্ষণ পরই মাঠে নামবে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল ও ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শিরোপা নিজেদের করে নেওয়ার মিশনে টস ভাগ্য বিপক্ষে গেছে সাকিবের। টস জিতেছেন ইমরুল কায়েস, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় শুরু হবে।
ফরচুন বরিশাল তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। জিয়াউর রহমান বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন সৈকত আলী। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরে দুইবার ফাইনাল খেলেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। উদ্বোধনী আসর ২০১২ সালেই ফাইনালে ওঠে বরিশাল বার্নার্স। এরপর ২০১৫ সালে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনাল খেলে বরিশাল বুলস। কিন্তু একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। নাম বদলালেও ফাইনাল ভাগ্য পক্ষেই আছে তাদের। সাকিব আল হাসানের নেতৃত্বে এবার প্রথমবারের মতো শিরোপার আশায় ফরচুন বরিশাল।
অন্যদিকে রেকর্ড শিরোপা জেতার হাতছানি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে। দুইবার ফাইনাল খেলে দুইবারই শিরোপা জেতা দলটি এবার তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায়। সেটা হলে কুমিল্লা হবে একমাত্র দল, যাদের ট্রফি কেসে শোভা পাবে তিনটি শিরোপা। বিপিএলে দুটি করে শিরোপা জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব-উর রহমান, শফিকুল ইসলাম ও মেহেদী হাসান রানা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারাইন, মইন আলী ও ফাফ ডু প্লেসি।