ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার
মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। স্পিন জাদুকরের এমন চলে যাওয়া মানতে পারেননি অনেকেই। গত শুক্রবার তার মৃত্যুর খবরে সবাই যখন শোক জানাচ্ছিলেন, ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার তখন ওয়ার্নের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলছিলেন। একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে গাভাস্কার জানান, মুত্তিয়া মুরালিধরনসহ ভারতের কয়েকজন স্পিনারের চেয়ে ওয়ার্নকে পিছিয়ে রাখেন তিনি।
ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। চরম সমালোচনার জেরে পিছু হটতে এক প্রকার বাধ্যই হলেন গাভাস্কার। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, ওই সময়ে অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নটি ঠিক ছিল না, তার উত্তর দেওয়াও ঠিক হয়নি।
নিজের ইনস্টগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় গাভাস্কার বলেছেন, 'এমন প্রশ্ন করাটা ঠিক হয়নি, আমারও উত্তর দেওয়া উচিত হয়নি। কারণ তুলনা করা বা বিচার করার ওটা সঠিক সময় নয়। ওয়ার্ন এ খেলাটার অন্যতম সেরা এক খেলোয়াড়। রডনি মার্শও অন্যতম সেরা উইকেটকিপার। তাদের আত্মা শান্তি পাক।'
ভুল সময়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও ওয়ার্নের শেষ্ঠত্বের প্রশ্নে আগের অবস্থানেই আছেন গাভাষ্কার। সেটাও এই ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'টেলিভিশনের অনুষ্ঠানে সঞ্চালক আমাকে প্রশ্ন করেছেন ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কিনা এবং আমি সৎ অভিমত দিয়েছি।'
ইন্ডিয়া টুডের এক লাইভ আলোচনায় গাভাস্কারকে সঞ্চালক রাজদীপ সারদেসাই প্রশ্ন করেন, 'আপনার কি মনে হয় ওয়ার্নই সর্বকালের সেরা স্পিনার?' উত্তরে গাভাস্কার বলেন, 'না, আমি সেটা বলব না। আমার চোখে ভারতের বেশ কয়েকজন স্পিনার ও মুত্তিয়া মুরালিধরন এগিয়ে শেন ওয়ার্নের চেয়ে।'
ভারতের মাটিতে ওয়ার্নের বিশেষ সাফল্য নেই, এটা উল্লেখ করে গাভাস্কার বলেন, 'ভারতে সে শুধু নাগপুরে একবার পাঁচ উইকেট পেয়েছিল, সেটাও জহির খান উল্টো-পাল্টা ব্যাট চালিয়ে ওর পঞ্চম শিকার হওয়ায়। স্পিনের বিপক্ষে সব সময় ভালো খেলা ভারতীয় খেলোয়াড়দের বিপক্ষে ওর সাফল্য তেমন বেশি না থাকায় আমি ওকে সেরা বলতে পারছি না।' আবার ওয়ার্নের প্রশংসাও করেন তিনি। বলেন, 'সে লেগ স্পিনের কৌশল এমনভাবে রপ্ত করেছিল, যেটি আর কেউই করতে পারেনি।'