ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধুয়ে দিলেন গাভাস্কার
কিছুদিন আগেই ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দারুণ ছন্দে থাকা দলটি গেছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে ভারত। তবে একটি ম্যাচ ইতোমধ্যে ভেস্তে গেছে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম টি-টোয়েন্টি। টানা বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও।
ম্যাচ না হওয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। বৃষ্টির পর যথাযথ ব্যবস্থা নিলে ম্যাচ চালানো সম্ভব ছিল বলে মনে করেন তিনি। এই ঘটনায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে খোঁচাও দিয়েছেন গাভাস্কার। বলেছেন, তাদের হয়তো বিসিসিআইয়ের মতো টাকা নেই। তাদের মাঠ ঢেকে রাখার মতোও টাকা নেই, এটা বিশ্বাস করেন না সাবেক এই ক্রিকেটার।
গাভাস্কার জানান, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আর্থিক অবস্থা হয়তো বিসিসিআই-এর চেয়ে ভালো নয়। কিন্তু তাদের এতোটাও টাকার অভাব নেই যে পিচ ঢেকে রাখতে পারবে না। এই ঘটনায় অন্যান্য ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেন তিনি।
গাভাস্কার বলেন, 'প্রতিটা দলের ক্রিকেট বোর্ডের কাছেই টাকা আছে। ওরা যদি বলে ওদের আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মানছি যে ওদের কাছে বিসিসিআইর মতো টাকা নেই। কিন্তু তাই বলে ওদের আর্থিক অবস্থা এতোটাও খারাপ নয় যে, ওরা একটা পিচ ঢেকে রাখতে পারবে না। আপনারা তো দেখেছেন ২০১৯ বিশ্বকাপে কী হয়েছিল। কতগুলো ম্যাচ বৃষ্টির জন্য পণ্ডু হয়ে যায়।'
সংশ্লিষ্ট বিষয় বলে সৌরভ গাঙ্গুলীর উদাহরণ টেনে গাভাস্কার বলেন, 'অজুহাত দিয়ে কোনও লাভ নেই, তবে এই মুহূর্তে বোর্ডের যেটা প্রয়োজন, সেটা হলো পিচ ঢাকা। আমার এখনও মনে আছে ইডেন গার্ডেন্সের একটি টেস্ট ম্যাচের কথা। কিছু কারণে ম্যাচ শুরু হতে পারেনি। কিন্তু পরেরবার তেমন কিছু হয়নি। গোটা মাঠ ঢেকে রাখা হয়। সেই সময় দায়িত্বে ছিলেন সৌরভ। এতোটাই নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করেছে যে, কেউ ওর দিকে একটা আঙুল পর্যন্তও তুলতে পারেনি। ঠিক এ রকমই দ্রুত পদক্ষেপ নিতে হবে সব ক্রিকেট বোর্ডকে।'