আবারও সাকিবের কোর্টে বল, অপেক্ষায় মোহামেডান
দক্ষিণ আফ্রিকা যেতে চাননি সাকিব আল হাসান। মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত জানিয়ে সফর থেকে ছুটি চেয়েছিলেন তিনি। এরপর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন বাঁহাতি অলরাউন্ডার। সফর থেকে তাকে ছুটি দিয়েছে বিসিবি। মানসিক-শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকেই বিশ্রাম দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবির এমন সিদ্ধান্তে মাথায় হাত মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলার কথা তার। কিন্তু বিশ্রামের সিদ্ধান্তে তার খেলা অনিশ্চয়তায়। এই ক্ষেত্রেও বল সাকিবের কোর্টে। তার ফেরার অপেক্ষায় মোহামেডান। ফেরার পর তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে ঐতিহ্যবাহী ক্লাবটি।
সাকিবকে খেলানোর পথ বের করতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠকে বসেছিল মোহামেডান। বৈঠক শেষে তাদের সিদ্ধান্ত, সাকিবের সঙ্গে কথা বলে তারা জানবে অভিজ্ঞ এই ক্রিকেটার প্রিমিয়ার লিগ খেলতে চান কিনা। সেটা হলে তাকে খেলাতে বিসিবির কাছে আবেদন করবে ক্লাবটি। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
তিনি বলেন, 'আমরা নিজেদের মধ্যে বসেছিলাম। বসে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা এমন যে, সাকিব ফিরলে তার সাথে আজ রাতেই বা কাল কথা বলব। সাকিবের সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিব। আগে ওর মতামত নিতে হবে। সাকিব যদি খেলতে চায় বা খেলার মতো অবস্থায় থাকে, তাহলে তাকে খেলাতে বিসিবির কাছে আমরা আবেদন করব। সাকিব যদি না খেলতে চায় তাহলে তো আর আবেদন করার জায়গা নেই।'
এর আগে সকালের দিকে বিজনেস স্ট্যান্ডার্ডকে মাসুদুজ্জামান বলেছিলেন, 'সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিল। সে ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে অনাগ্রহের কথা কখনই বলেনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এসে খেলতে পারতো। এখন এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত যদি না খেলে, তাহলে তাকে কোনোভাবেই আমরা পাব না। আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব।'
শুরু থেকে না পেলেও সুপার লিগ থেকে সাকিবকে যেকোনো উপায়ে চায় মোহামেডান। মাসুদুজ্জামান বলেন, 'অন্তত সুপার লিগ নিশ্চিত হলে সাকিব যেন খেলতে পারে, বিসিবি সেই ব্যবস্থা করে দিক। সে খেললে তো ঢাকা লিগেরও লাভ। জৌলুস বাড়বে। এটাও তো বিবেচনায় আনতে হবে। কারণ সব খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা থেকে এসে খেলবে, সে বিরতিতে থাকবে। এটা কেমন হলো! আমরা তাকে যেকোনো উপায়ে পেতে চাই। সে দলের সঙ্গে থাকলেই হলো।'