রোনালদোর ছেলের মৃত্যু
বাস্তবতা কতোটা কঠিন, বুঝতে পারলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গে হাসি ও কান্নার অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ এই তারকা ফুটবলারের। গত বছরের অক্টোবরে জমজ সন্তান আগমণের ঘোষণা দিয়েছিলেন রোনালদো ও তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। সেই দিনটা এলো, কিন্তু এখানে থাকলো বিষাদী অভিজ্ঞতা।
সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে মেয়ে সন্তান সুস্থ থাকলেও ছেলেকে বাঁচাতে পারেননি রোনালদো। হৃদয় বিদারক খররটি ম্যান ইউ তারকা নিজেই জানিয়েছেন। ছেলে হারানোর কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছেন রোনালদো ও জর্জিনা।
পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের অ্যাকাউন্ট থেকে দেওয়া বিবৃতিতে লেখা হয়েছে, 'খুব গভীর কষ্ট নিয়ে জানাচ্ছি, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্যই এটা সবচেয়ে কষ্টকর। মেয়ে শিশুটি জন্ম নেওয়ায় এই কষ্টের মুহূর্তে খানিকটা আশা নিয়ে লড়াই করতে পারছি।'
চিকিৎসক, সেবিকাদের ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে আরও লেখা হয়েছে, 'চিকিৎসক এবং সেবিকাদের যথাসাধ্য চেষ্টার জন্য ধন্যবাদ জানাই। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে। আমাদের ছেলে শিশু, তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।'
গত অক্টোবরে যমজ সন্তানের বাবা হওয়ার খবর জানান রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেলেছিলেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা যমজ সন্তানের অপেক্ষায় আছি। আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। তোমাদের দেখা পাওয়ার অপেক্ষায় আছি।'
২০১০ সালের ১৭ জুন প্রথম বাবা হন রোনালদো। সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় তার প্রথম ছেলে সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০১৭ সালের জুনে গণমাধ্যমে খবর আসে, যুক্তরাষ্ট্রে আরেক সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় রোনালদোর জমজ সন্তান। তাদের নাম এভা ও মাত্তেও। এর এক মাস পর রোনালদো এক সাক্ষাৎকারে জানান, তিরি ও তার বান্ধবী জর্জিনা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ২০১৭ সালের নভেম্বরে জন্ম হয় তাদের কন্যা সন্তান আলানা মার্তিনার।