হাসপাতালে মাশরাফি, পায়ে লাগলো ২৭ সেলাই
ঈদ পরবর্তী সময়ে মিরপুরে নিজের বাসায় পরিবারের সঙ্গে সময় কাটছিল মাশরাফি বিন মুর্তজার। এর মাঝেই ঘটে গেল অঘটন। বাজেভাবে পা কেটে যাওয়ায় হাসপাতালে যেতে হলো বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ককে। তার বাঁ পায়ে ২৭টি সেলাই দিতে হয়েছে।
বিষয়টি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। শনিবার বিকালের দিকে শোকেসের কাঁচ ভেঙে পড়ে মাশরাফির পায়ের ওপর। এতে তার বাঁ পায়ের গোড়ালির দিকে অনেকটা কেটে যায়।
মোরসালিন বলেন, 'ভাইয়া বাসাতেই ছিলেন। অসাবধানতাবসত শোকেসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁচ ভেঙে পড়ে, ভাইয়ার বাঁ পায়ের পেছনে দিকে পড়ে ভেঙে যাওয়া কাঁচ। এতে অনেক খানি কেটে গেছে। ২৭টি সেলাই লেগেছে। ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন।'
পা কেটে যাওয়ার পর দ্রুততার সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাশরাফিকে। জরুরী বিভাগে তার পায়ে সেলাই দেওয়া হয়। এই মুহূর্তে তাকে জরুরী বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অনেকগুলো সেলাই দিতে হলেও মাশরাফি হতাপাতালে ভর্তি থাকবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাবলু। তিনি বলেন, 'ওর পায়ে সেলাই দিতে হয়েছে ২৭টি। আপাতত ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন ওকে। পর্যবেক্ষণ শেষ হলে ওকে বাসায় নিয়ে যাব।'