সাকিবের কাছে হেরাথের চাওয়া ‘ফিটনেস’
বাংলাদেশ ক্রিকেট দলে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের মধ্যে একজন সাকিব হাসান। বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডারের বয়স চলছে ৩৫। ফরম্যাট বাছাই করে খেলে আসছেন তিনি। গত কয়েক বছর ধরে টেস্টে অনিয়মিত সাকিব। ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিষ্কার নয় বিসিবিও। এমন সময়ে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলছেন, শুধু ফিটনেস ঠিক রাখতে পারলেই আরও অনেকটা পথ পাড়ি দিতে পারবেন সাকিব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩২ জন স্পিনারকে নিয়ে চারদিনব্যাপী বিশেষ স্পিন বোলিং ক্যাম্প শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন হেরাথ। প্রথম দিনে ক্যাম্পের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সাকিবকে নিয়েও কথা বলেন লঙ্কান এই কোচ।
৬ মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। অনেক দিন পর খেললেও দারুণ বোলিং করেন বাঁহাতি স্পিনার। যদিও সেভাবে প্রস্ততিই নিতে পারেননি তিনি। সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই কোভিড পজিটিভ হন সাকিব। তিন দিন পরই নেগেটিভ হলেও অনুশীলনের সুযোগ পান মাত্র একটি সেশন।
প্রথম টেস্টের আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ৩০ মিনিট ব্যাটিং করেন সাকিব। সেদিন কোনো বোলিং করেননি। পরের দিন নেমে যান টেস্ট খেলতে। তার বোলিং দেখে মনে হয়নি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। অসাধারণ বোলিংয়ে চট্টগ্রামে টেস্টে নেন ৪ উইকেট। মিরপুর টেস্টে তার শিকার ৫ উইকেট। অনুশীলন, ফিটনেস ট্রেনিং না করেই দুই টেস্টে ১০৫.১ ওভার বোলিং করেন সাকিব।
পারফরম্যান্সে প্রভাব পড়তে না দিলেও এই বয়সে সাকিবের জন্য ফিটনেস ট্রেনিং জরুরি মনে করেন হেরাথ। ফিটনেস ঠিক রাখতে পারলে সাকিব আরও অনেক দূর যেতে পারবেন বলে বিশ্বাস তার। লঙ্কান এই কোচ বলেন, 'সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। সব সময়ই প্রত্যাশা পূরণ করে। তাকে শুধু নিজের ফিটনেস নিয়ে ভাবতে হবে। ফিটনেস ধরে রাখতে পারলে সে অনেক দূর যেতে পারে।'
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। ওখানকার পেস সহায়ক উইকেটে স্পিনারদের জন্য বোলিং করা কঠিন হবে। তবে হেরাথ মনে করেন, মানসিকতা এক থাকলে সাফল্য পাওয়া সম্ভব। তার ভাষায়, 'খেলা ওয়েস্ট ইন্ডিজ হোক বা বাংলাদেশে, মানসিকতা এ রকম থাকতে হবে যে আমরা (স্পিনাররা) দায়িত্ব নেব ও ভূমিকা রাখব। দায়িত্ব নেওয়াটা শিখতে হবে। ঘাসের উইকেট হতে পারে, নিষ্প্রাণ ব্যাটিং উইকেট হতে পারে, স্পিনারদের সহায়তাও থাকতে পারে। উইকেট যেমনই হোক পরিস্থিতি ও কন্ডিশন বুঝে নিজের শক্তির জায়গা ঠিক রেখে বল করতে হবে।'